IND vs AUS 2nd Test: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, কাজ সহজ হল টিম ইন্ডিয়ার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd Test: প্রথম টেস্টে নিজেদের গঢ় পারথে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্টের আগেই বিশাল বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। কাজ কিছুটা হলেও ভারতেপ সহজ হলে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
1/5

প্রথম টেস্টে নিজেদের গঢ় পারথে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও দিন-রাতের পিঙ্ক বল টেস্ট। অজিদের সামনে কামব্যাকের লড়াই।
advertisement
2/5
তবে দ্বিতীয় টেস্টের আগেই বিশাল বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। কাজ কিছুটা হলেও ভারতেপ সহজ হলে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা।
advertisement
3/5
দিন-রাতের টেস্ট খেলতে পারবেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অ্যাটাকের অন্যতম প্রধান তারকা জস হ্যাজেলউড। কোমড়ে ব্যথা থাকার কারণে খেলতে পারবেন না ডান হাতি পেসার। এমনকী গোটা সিরিজেও খেলা নিয়ে রয়েছে সংশয়।
advertisement
4/5
এর আগে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে ম্যাচে ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নজির গড়েছিলেন জস হ্যাজেলউড। দিন-রাতের টেস্টে জস হ্যাজেলউডের না থাকা অস্ট্রেলিয়ার শক্তি অনেকটাই কমল।
advertisement
5/5
হ্যাজেলউড বাদ পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দল ডেকে নিয়েছে দুই পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেটকে। যদিও দলে স্কট বোলান্ড রয়েছেন। গোলাপী বলের টেস্টে স্কট বোলান্ডের খেলার সম্ভাবনাই বেশি।