IND vs AUS: কোহলি যুগের পুরোপুরি অবসান! পারথে পর পয়া অ্যাডিলেডেও শূন্যতে আউট বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ বিরাট কোহলি। প্রথম ম্যাচে পারথের পর অ্যাডিলেডেও খাতা না খুলেই সাজঘরে ফিরলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
1/6

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ বিরাট কোহলি। প্রথম ম্যাচে পারথের পর অ্যাডিলেডেও খাতা না খুলেই সাজঘরে ফিরলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
2/6
পারথে ৮ বল খেলে শূন্য রান করে আউট হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে বড় স্কোর দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বজুড়ে কোহলি ফ্যানেরা।
advertisement
3/6
তারউপর অ্যাডিলেড বরাবর পয়া মাঠ ছিল বিরাট কোহলির জন্য। বিরাটও চেয়েছিল পয়া মাঠে রানে ফিরতে। কিন্তু তাও হল না। মাত্র ৪ বল খেলে আউট হলেন বিরাট কোহলি।
advertisement
4/6
দ্বিতীয় ম্যাচেও মাঠে নামের পর খুব একটা স্বচ্ছন্দে দেখা যায়নি বিরাট কোহলিকে। সপ্তম ওভারের পঞ্চম বলে জেভিয়ার ব্রাটলেচের ইন সুইং ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত হন বিরাট।
advertisement
5/6
এলবিডব্লুউ আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। বিরাট আউট হতেই অ্যাডিলেডের ভারতীয় ফ্যানেরা হতাশ হয়ে পড়েন। হতাশ দেখায় কোহলিকেও।
advertisement
6/6
তবে পয়া মাঠে শূন্য করলেও কোহলি মাঠ ছাড়ার সময় করতালি দিয়ে অভিবাগন করেন ফ্যানেরা। কারণ এটাই হয়তো কোহলির প্লেয়ার হিসেবে অ্যাডিলেডের মাঠে শেষবার ছিল।