TRENDING:

ICC World Cup 2023 Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের, রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড

Last Updated:
ICC World Cup 2023 Indian Team Captain Rohit Sharma Create 5 Unique Records During India s 100 Runs Win against England in ODI World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দুরন্ত জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোহিত শর্মা। বিপদের সময়ে ৮৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫টি রেকর্ডও গড়েন রোহিত শর্মা।
advertisement
1/6
Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের,রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দুরন্ত জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোহিত শর্মা। বিপদের সময়ে ৮৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫টি রেকর্ডও গড়েন রোহিত শর্মা। ম্যাচে ভারতের ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট ইংল্যান্ড।
advertisement
2/6
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ১৮ হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা। এর আগে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির। পঞ্চম ভারতীয় হিসেবে ১৮ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন ছুঁলেন হিটম্যান।
advertisement
3/6
ওডিআই ক্রিকেটে এক বছরে হাজারের বেশি রান করার মাইলস্টোনও ইংল্যান্ড ম্যাচে আরও একবার স্পর্শ করলেন রোহিত শর্মা। এই বছর শুভমান গিলও ওডিআইতে হাজারের বেশি রান করেছেন। তবে রোহিত শর্মার আগেও এই নজির রয়েছে।
advertisement
4/6
টি-২০ ও একদিনের বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষে রয়েছে বিরাট কোহলি। তাঁর মোট রান ২৫২৫। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করে কোহলির পরেই চলে এলেন রোহিত শর্মা। হিটম্যানর দুই বিশ্বকাপ মিলিয়ে রান দাঁড়াল ২৩৩৩। প্রসঙ্গত, শুধু ওডিআই বিশ্বকাপ খেলে সচিনের রান ২২৭৮।
advertisement
5/6
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবেও 'সেঞ্চুরি' করে ফেললেন রোহিত শর্মা। ইংল্যান্ড ম্যাচের নামার সঙ্গে ভারতকে ১০০ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন তিনি। ক্রিকেট বিশ্বের ৪৮ তম ও ভারতীয়দের মধ্যে সপ্তম হিসেবে এই মাইলফলক ছুঁলেন রোহিত।
advertisement
6/6
বিশ্বকাপের সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ডের তালিকাতেও এদিন দ্বিতীয় স্থানে উঠে এল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। নিউজিল্যান্ডের ৫৮টি জয় টপকে ভারত ৫৯তম ম্যাচ জিতল। ৭৩টি ম্যাচ জিতে শীর্ষে অস্ট্রেলিয়া।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC World Cup 2023 Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের, রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল