ICC World Cup 2023 India vs Sri Lanka: বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে বড় চমক! ওয়াংখেড়েতে ২০১১-র স্মৃতি ফেরাতে তৈরি টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs Sri Lanka match preview IND vs SL Probable 11 Indian Team may give Big Surprise in first Eleven in ODI World Cup 2023: ২ নভেম্বর বৃহস্পতিবার সপ্তম ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের একাদশে হতে পারে।
advertisement
1/8

ছয়ে ছয় করে বিশ্বকাপের লিগ টেবিলের মগডালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রতিযোগিতার সপ্তম ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়াংখেড়েতে ফের একবার মুখোমুখি হতে চলেছে ২০১১ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল। বিশ্বজয়ের স্মৃতি ফেরাতে তৈরি ভারত।
advertisement
2/8
২০১১ সালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এবার কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে টানা ছয় ম্যাচ জিতে সাতে সাত করার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। সেমি ফাইনালের টিকিট কার্যত পাকা। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ১০০ শতাংশ পাকা হয়ে যাবে শেষ চার।
advertisement
3/8
অপরদিকে, ৬টির মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে লঙ্কান লায়ন্সরা। সেমির আশা খুবই কঠিন। তবে অঙ্কের বিচারে যেটুকু আশা রয়েছে তাতে নিজেদের সব ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলের খেলার ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দিকে।
advertisement
4/8
তবে মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কি হবে তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ মুম্বইয়ে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শ্রেয়স আইয়ার ৬টি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। সেই জায়গায় ঈশান কিশানকে সুযোগ দিতে পারে দল।
advertisement
5/8
অপরদিকে, মহম্মদ সিরাজ এই বিশ্বকাপে ছন্দে থাকলেও খুব একটা আহামরি পারফরম্যান্স করতে পারেননি। সেই জায়গায় শেষ দুই ম্যাচে মহম্মদ শামি দুরন্ত বোলিং করেছেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সম্ভাবনা রয়েছে সিরাজের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন বা শার্দুল ঠাকুরকে খেলানোর।
advertisement
6/8
অন্যদিকে, ইংল্যান্ডকে হারালেও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ ডু অর ডাই। ফলে ভারতের বিরুদ্ধে দলের সেরা একাদশ নিয়েই ঝাপাতে চলেছে লঙ্কান লায়ন্সরা।
advertisement
7/8
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার / ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / শার্দুল ঠাকুর / রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধ শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।