TRENDING:

T20 World Cup 2024 Trophy: কার কাছে থাকবে ভারতের জেতা টি-২০ বিশ্বকাপ ট্রফি? এই নিয়ম অজানা অনেকের

Last Updated:
ICC or BCCI who will keep the T20 World Cup 2024 Trophy: ভারতের জয়ের পর ক্রিকেট ফ্যানেদের একাংশের কৌতুহল হল টি-২০ বিশ্বকাপ ট্রফিটি থাকবে কার বা কাদের কাছে?
advertisement
1/5
কার কাছে থাকবে ভারতের জেতা টি-২০ বিশ্বকাপ ট্রফি? এই নিয়ম অজানা অনেকের
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর টি-২০ বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। এমএস ধোনির পর দেশবাসীর স্বপ্ন পূরণ করেছে রোহিত শর্মার দল। একইসঙ্গে ১১ বছর পর কেটেছে ভারতের আইসিসি ট্রফির খরা।
advertisement
2/5
গত ২৯ জুন রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ফের একবার বিশ্বসেরা হওয়ার পর গোটা দেশ জুড়ে এখন সেলিব্রেশনের মুড।
advertisement
3/5
তবে ভারতের জয়ের পর ক্রিকেট ফ্যানেদের একাংশের কৌতুহল হল টি-২০ বিশ্বকাপ ট্রফিটি থাকবে কার বা কাদের কাছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি টি-২০ বিশ্বকাপ ট্রফিটি পুরো রূপো দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে রোডিয়াম। দাম প্রায় ১৫-২০ লক্ষ টাকা।
advertisement
4/5
এবার প্রশ্ন হচ্ছে ট্রফিটি কার কাছে থাকে? আইসিসির নিয়ম অনুযায়ী, কয়েক দিনের জন্য় জয়ী দলকে দেওয়া হয় আসল ট্রফিটি। তারপর জয়ী দলকে আসল ট্রফির রেপ্লিকা দেওয়া হয়। আর আসল ট্রফিটি থাকে আইসিসির দফতরে।
advertisement
5/5
এছাড়া টিম ইন্ডিয়াকে যে রেপ্লিকা ট্রফি দেওয়া হবে তা কোনও ব্যক্তির কাছে থাকে না। ট্রফিটি থাকবে বিসিসিআইয়ের দফতরে ট্রফি ক্যাবিনেটে। ১৯৮৩, ২০০৭, ২০১১ সালের বিশ্বকাপের ট্রফির রেপ্লিকার সঙ্গেই জয়গা পাবে এবারের ট্রফির রেপ্লিকা।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2024 Trophy: কার কাছে থাকবে ভারতের জেতা টি-২০ বিশ্বকাপ ট্রফি? এই নিয়ম অজানা অনেকের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল