Bangladesh : এই প্রথম বাংলাদেশকে নিয়ে সরাসরি মুখ খুলল আইসিসি! কীভাবে ‘ভণ্ডামি’ করেছে তারা, মারাত্মক অভিযোগ এবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh : জয় শাহর আইসিসি যুক্তি দিয়ে বুঝিয়েছে, গত বছর অনেক বেশি নিরাপত্তাজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। তা হলে এবার কেন নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে এল না তারা!
advertisement
1/5

বাংলাদেশ ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব ভারত দিয়েছিল। তবে তাতেও বাংলাদেশ রাজি হয়নি ভারতে বিশ্বকাপ খেলতে আসতে! বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা এমনটাই জানিয়েছিলেন।
advertisement
2/5
নিজেদের অবস্থানে অনড় থাকার কারণে চরম সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও উপায়ই ছিল না আইসিসির, ভারতে নিরাপত্তার ঝুঁকি যে নেই তা নিয়েও আশ্বস্ত করেছিল আইসিসি। তবুও বাংলাদেশ গো ধরে বসে থাকে। এবার আইসিসি বলছে, বাংলাদেশের অবস্থান আসলে ভণ্ডামি।
advertisement
3/5
জয় শাহর আইসিসি যুক্তি দিয়ে বুঝিয়েছে, গত বছর অনেক বেশি নিরাপত্তাজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। তা হলে এবার কেন নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে এল না তারা!
advertisement
4/5
বাংলাদেশের ক্রিকেটাররা ইতিমধ্যে বোর্ড ও সরকারের এই ভণ্ডামি নিয়ে সরব হয়েছেন। তাঁরা বুঝতে পেরেছেন, আখেরে ক্ষতিটা হল ক্রিকেট ও ক্রিকেটারদের। এখনও কী কী শাস্তি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য সেটা তো সময়ই বলবে।
advertisement
5/5
বাংলাদেশের পরিবর্ত দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তের পর থেকে বাংলাদেশের ক্রিকেটারদের আফসোসের সীমা নেই। প্রকাশ্যে কিছু ক্রিকেটার বিশ্বকাপ খেলতে না পারার আফসোসের কথা স্বীকারও করে নিয়েছেন। তাদের দাবি, এই ধরণের সস্তার রাজনীতি আসলে ক্রিকেটেরই ক্ষতি করে।