ঠোঁটে ঠোঁট রেখে চলল বিশ্বকাপ জয়ের উদযাপন! দেখুন স্টোকসদের ছবি...
Last Updated:
advertisement
1/7

বিশ্বকাপে স্বপ্নের জয় পেয়েছে ইংল্যান্ড৷ পরতে পরতে উত্তেজনার ম্যাচে জয় পেয়েছে তারা৷ ২৩ বছরের খরা কাটিয়ে ঘরের মাটিতেই বিশ্বকাপ জিতল ব্রিটিশরা৷ সেই জয়ের পর হাতে উঠল কাপ, সঙ্গে স্ত্রীদের আদর! (Picture Courtesy: Rex Features)
advertisement
2/7
এমন হল ম্যাচ যে কোনও দলই শেষ পর্যন্ত কোনও দলের কাছেই হার-জিতের চিত্রটা পরিষ্কার ছিল না৷ এমনকি শেষ বল পর্যন্ত বোঝার উপায় ছিল না কার হাতে উঠবে ২০১৯-এর বিশ্বকাপ৷ তাইতো জয়ের পর ক্রিস ওকস ও তাঁর স্ত্রী অ্যামি একে অপরের দিকে বিস্ময়ে তাকিয়ে থাকলেন৷ তারপরই বউকে আলিঙ্গন করে ঠোঁটে ঠোঁট রাখলেন ক্রিস৷ দীর্ঘ সময় ধরে চলল একে অপরকে আদর৷ (Picture Courtesy: Rex Features)
advertisement
3/7
কাছে মানুষের সঙ্গেই তো এই আনন্দ ভাগ করতে হয়৷ বিশ্বকাপ জেতার পর স্ত্রীকে জড়িয়ে ধরলেন স্টোকস৷ (Picture: Action Images)
advertisement
4/7
তারপর ক্যামেরা ধরা থাকল সেই মুহূর্তের ছবি৷ (Picture Courtesy: Popperfoto)
advertisement
5/7
জয়ের পর স্বামী জো রুটকে জড়িয়ে ধরলেন স্ত্রী ক্যারি৷ দেশের জয়ে এনে এরাই তো নায়ক৷ আর নায়ককে, নায়কের মতোই সংবর্ধনা দিলেন তিনি৷ (Picture Courtesy: Rex Features)
advertisement
6/7
তবে জস বাটলারকে দেখা গেল পরিবারের সঙ্গে৷ স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে মাঠে চলল ফোটোশ্যুট৷ Photo Collected
advertisement
7/7
বাবার হাতে বিশ্বকাপ৷ মায়ের কোল থেকেই বড় বড় চোখে দেখল জ্যাসন রয়েক সন্তান ইভারলি৷ এই কাপের দাম কত, তা হয়ত বুঝল না এভার্লি, কিন্তু সোনায় মোড়া বিশ্বকাপটি দেখতে যে তার খুব ভাল গেলেছে, সেটা বেশ বোঝা গেল৷ Photo Collected