ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য খারাপ খবর! শক্তি কমবে অনেকটাই? বাড়ল চাপ!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের পাখির চোখ আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগেই জোর ঝটকা লাগতে পারে ভারতীয় দলের।
advertisement
1/7

সময়টা মোটেই ভাল যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের পাখির চোখ আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফি।
advertisement
2/7
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগেই জোর ঝটকা লাগতে পারে ভারতীয় দলের। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মত মেগা টুর্নামেন্টে দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে ছাড়াই নামতে হতে পারে ভারতীয় দলকে।
advertisement
3/7
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্টে প্রথম ইনিংসে বল করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বুমরাহ। পরে তাঁর পিঠের স্ক্যানও হয়েছিল। দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি। তারপর থেকেই বুমরাহের চোট নিয়ে বড় উদ্বিগ্ন ছিল সকলেই।
advertisement
4/7
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বুমরাহের মাঠে ফিরতে মার্চের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে। এনসিএ-তে পরীক্ষা করে দেখা গিয়েছে হাড় না ভাঙলেও বুমরাহের পিঠের একটা অংশ ভালই ফোলা রয়েছে। এই চোট সারতে কম করে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে।
advertisement
5/7
ফলে বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাওয়া যাবে না। পুরপোরি সুস্থ হয়ে উঠতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারেন বুমরাহ। কিন্তু চোট থেকে ফিরেই ঝট করে এত বড় প্রতিযোগিতায় নামতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
6/7
এছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি দল তাদের স্কোয়াড পরিবর্তন করতে পারবে। তখন বুমরাহ সুস্থ হওয়াক প্রক্রিয়ার মধ্যে থাকবে। ফলে আনফিট বুমরাহকে নিয়েই স্কোয়াড ঘোষণা করলে ১৪ জনকে নিয়েই যাবতীয় পরিকল্পনা করতে হবে গম্ভীর-রোহিতদের।
advertisement
7/7
আর যদি প্রতিযোগিতা চলাকালীন ফিট না হয়ে উঠতে পারেন বুমরাহ তাহলে গোটা প্রতিযোগিতা বেকার তাঁকে বয়ে বেড়াতে হবে। ফলে জসপ্রীত বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় বিসিসিআই নির্বাচকরাও। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।