TRENDING:

ICC : 'ভারতে খেলতে আসব না', বাংলাদেশের জারিজুরি শেষ! আইসিসি এবার চিঠি দিয়ে যা জানাবে, ঘুম উড়তে পারে বিসিবি-র

Last Updated:
BCB vs BCCI : আইসিসির প্রতিক্রিয়া জানার পরই বিসিবি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা যাচ্ছে। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশের টি২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে বাংলাদেশের দাবি কার্যকর হওয়ার সম্ভাবনা কার্যত নেই।
advertisement
1/6
'ভারতে খেলতে আসব না', বাংলাদেশের জারিজুরি শেষ! আইসিসি এবার চিঠি দিয়ে যা জানাবে...
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে ভারতেরই নতুন দুটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে চলেছে! সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। বিশ্বকাপের সূচি অনুযায়ী কলকাতা আর মুম্বইয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা ছিল। এবার আইসিসি চেন্নাই আর তিরুভনন্তপুরামকে বাংলাদেশের ম্যাচের নতুন ভেন্যু হিসেবে ভাবছে বলে খবর।
advertisement
2/6
দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির, বাংলাদেশ এরই মধ্যে ভারতে এসে বিশ্বকাপ খেলতে রাজি নয়। তবে আইসিসি তাদের ভারতে খেলতে বাধ্য করবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেনু পরবর্তন হলেও ভারতে আসতে রাজি হয় কি না! কারণ তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতার হিড়িক তুলেছিল।
advertisement
3/6
মুস্তাফিজুরকে আইপিএল থেকে ছেঁটে ফেলতেই দুই দেশের ঝামেলার শুরু। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি জানিয়ে বিসিবি আইসিসিকে যে চিঠি পাঠিয়েছিল। আইসিসির পক্ষ থেকে সেই চিঠির উত্তর দ্রুত দেওয়া হতে পারে।
advertisement
4/6
আইসিসি যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে অসম্মতি জানায়, সেক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে বিসিবি সভাপতি এখনও কিছু জানাননি। তবে জানা যাচ্ছে, আইসিসি কোনওভাবেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনে রাজি নয়।
advertisement
5/6
আইসিসির প্রতিক্রিয়া জানার পরই বিসিবি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা যাচ্ছে। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশের টি২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে বাংলাদেশের দাবি কার্যকর হওয়ার সম্ভাবনা কার্যত নেই।
advertisement
6/6
ভারতেই আলাদা ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের প্রস্তাবের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিও আইসিসির চিঠিতে উল্লেখ করা হবে বলে জানা যাচ্ছে। তবে বাংলাদেশ দলকে খেলতে হবে ভারতেই, এখনও পর্যন্ত পাওয়া খবর এমনই।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC : 'ভারতে খেলতে আসব না', বাংলাদেশের জারিজুরি শেষ! আইসিসি এবার চিঠি দিয়ে যা জানাবে, ঘুম উড়তে পারে বিসিবি-র
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল