IND vs NZ: একের পর এক ৩ তারকার চোট! টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল ভারতের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ: সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলছে ভারতীয় দল। কিন্তু তার আগে একের পর এক চোট চিন্তা বাড়িয়েছে দলের।
advertisement
1/5

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ম্যাচ চলাকালীন তাঁর পাঁজরের বাঁ দিকের নীচের অংশে ব্যথা অনুভূত হয়।
advertisement
2/5
২৬ বছর বয়সি এই ক্রিকেটার পাঁচ ওভার বল করে ২৭ রান দেন, কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের মাঝপথেই অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তিনি ফিল্ডিংয়ে আর অংশ নেননি। যদিও পরে আট নম্বরে ব্যাট করতে নামেন। শেষ পর্যন্ত ভারত চার উইকেটে ম্যাচটি জিতে নেয়।
advertisement
3/5
ওয়াশিংটনের চোট ভারতীয় শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় ইনজুরির ঘটনা। যা টি-২০ বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টের আগে উদ্বেগ যথেষ্ট বাড়িয়েছে।
advertisement
4/5
এর আগে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ চোটের কারণে ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ থেকে ছিটকে যান। ভারতীয় টি-২০ দলের গুরুত্বপূর্ণ সদস্য তারকা উইকেটকিপার ব্যাটার।
advertisement
5/5
অন্যদিকে তরুণ ব্যাটার তিলক বর্মা চোটের অস্ত্রোপচার করানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। একের পর এক চোটে দলের পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে।