IND vs NZ: ফাইনালের আগে আইসিসির কাছে বড় দাবি শামির! কী ফেরত চাইলেন ভারতীয় পেসার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Final IND vs NZ: মেগা ফাইনালের আগে বড় দাবি করে বসলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। আইসিসি কাছে বারবার অনুরোধ করলেন পেসারদের হারানো বা বন্ধ করে দেওয়া 'অস্ত্র' ফেরত দেওয়ার।
advertisement
1/5

আগামী ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর মেগা ফাইনাল। দুবাই মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম দুই সেরা দল ভারত ও নিউজিল্যান্ড।
advertisement
2/5
মেগা ফাইনালের আগে বড় দাবি করে বসলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। আইসিসি কাছে বারবার অনুরোধ করলেন পেসারদের হারানো বা বন্ধ করে দেওয়া 'অস্ত্র' ফেরত দেওয়ার।
advertisement
3/5
আসলে পেস বোলারদের অন্যতম সেরা বোলিং অস্ত্র হল রিভার্স সুইং। যার জন্য বল থুতু দিয়ে পালিশ করাটা বেশি সুবিধাজনক। ঘাম দিয়ে পালিশ করলেও তা থুতুর মত কার্যকরী নয়।
advertisement
4/5
কোভিড অতিমারীর পর থেকে বল পালিশে থুতুরত ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে রিভার্স সুইংয়ে আগের মত আর সুবিধা পায়না বোলাররা। তাই আইসিসির কাছে থুতু দিয়ে বল পালিশ করার অনুমতি চেয়েছেন শামি।
advertisement
5/5
তিনি বলেছেন,"রিভার্স সুইং বোলারদের কাছে বড় অস্ত্র। কিন্তু সেটা করার জন্য বলে থুতু লাগাতে হবে। আইসিসির কাছে তাই বারবার আর্জি জানিয়েছি যাতে বল থুতু দিয়ে পালিশ করা যায়। এই অস্ত্র না থাকলে পুরনো বলে আউট করা পেসারদের পক্ষে খুব কঠিন।"