KKR: এখনও কীভাবে প্লে অফে পৌছতে পারে কেকেআর, কী বলছে অঙ্ক ও সমীকরণ, রইল তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর আইপিএলে নয়া লাইফলাইন পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। খাতায়-কলমে এখনও প্লে অফের কোয়ালিরাই করার সুযোগ রয়েছে। তবে কোন অঙ্কে কেকেআর প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, কী করতে হবে, বাকি ম্যাচ জেতা ছাড়া রান রেটের বিষয়টা কী থাকতে হবে, সব কিছু নিয়েই কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে
advertisement
1/8

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর আইপিএলে নয়া লাইফলাইন পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। খাতায়-কলমে এখনও প্লে অফের কোয়ালিরাই করার সুযোগ রয়েছে।
advertisement
2/8
তবে কোন অঙ্কে কেকেআর প্লে অফে কোয়ালিফাই করতে পারবে, কী করতে হবে, বাকি ম্যাচ জেতা ছাড়া রান রেটের বিষয়টা কী থাকতে হবে, সব কিছু নিয়েই কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে।
advertisement
3/8
প্লে অফে কোয়ালিফাই করার জন্য প্রথম অঙ্ক যেটা হল আগামি ৪টি ম্যাচের সবকটিতেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু চারটে ম্যাচ জিতলেও থেকে যাবে প্রশ্ন।
advertisement
4/8
কারণ বর্তমানে ১০ ম্যাচে ১৪ পয়েন্টে পৌছে গিয়েছে গুজরাত। তাদের প্লে অফ প্রায় পাকা। আর একটি ম্যাচ জিতলেই একশো শতাংশ নিশ্চিৎ হয়ে যাবে।
advertisement
5/8
লিগ টেবিলে ২ ও ৩ নম্বরে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে লখনউ ও চেন্নাই। তারপর ৪ থেকে ৭ নম্বর স্থানে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে রাজস্থান, আরসিবি, মুম্বই ও পঞ্জাব কিংস।
advertisement
6/8
ফলে ৪ ম্যাচ জিতলে কেকেআর সর্বোচ্চ পৌছবে ১৪ পয়েন্ট। হায়দরাবাদ ১৪ পয়েন্ট পেরিয়ে যাওয়ার সম্ভাবনা এখনও সবথেকে বেশি। কেকেআরের কোয়ালিফাই করতে হলে অন্যান্য দলদের ১৪ পয়েন্ট না পেরোনোই ভাল।
advertisement
7/8
ফলে নিজেদের চারটি ম্যাচ জেতার পাশাপাশি রানরেটও ভালো করতে হবে কেকেআরকে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। ভাগ্য খুব প্রসন্ন হলে চতুর্থ দল হিসেব কোয়ালিফাই করার একটা ক্ষীণ আশা রয়েছে।
advertisement
8/8
তবে এই সব অঙ্ক নিয়ে না ভেবে কেকেআর প্লেয়ারদের ও টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য পরপর ৪টি ম্যাচ জেতা। তারপর অঙ্কের হিসেবে যা দাঁড়াবে সেটা দেখা যাবে। সোমবার কেকেআর হোম ম্যাচে খেলবে পঞ্জাবের বিরুদ্ধে।