Mohammed Shami and Hasin Jahan: ‘আমার অভিশাপের প্রভাব’...হাসিনের নতুন পোস্ট! শামির বিশ্বকাপে জয় আটকাতে এ কী করলেন, তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohammed Shami and Hasin Jahan: বিতর্কিত পোস্টের পরেও এবার হাসিন জাহান ফের এক ভিডিও-য় পোস্ট করেছেন, সেখানের গানটির কথা হল, ‘‘ম্যায় তেরি দুশমন, দুশমন তু মেরা’’
advertisement
1/10

বিশ্বকাপে মহম্মদ শামি মাঠে যত আগুন ঝরিয়েছেন, হাসিন জাহান ততোধিক নিজের দ্বর্থ্যবোধক পোস্টে ভরিয়ে দিয়েছেন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল৷ তিনি বিভিন্ন সময়েই প্রমাণ করেছেন তিনি সাহসী তবে এবার যে পোস্ট লিখলেন তাতে নেটিজেনরা অন্য গন্ধ পাচ্ছেন৷ ভারত বিশ্বকাপ হারার পরেই আশীর্বাদ ও অভিশাপ এবং সেগুলি কী করে ফলে তা নিয়ে একটি পোস্ট করেছেন শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান৷
advertisement
2/10
নিজের পোস্টে তিনি লিখেছেন ‘‘মেরে দুয়া কা অসর ইতনা বুলন্দ হ্যায় তো সোচ, বদদুয়া কা অসর ক্যায়া হোগা, ইয়ে তো সভি জানতে হ্যায়৷ দুয়া অউর বদদুয়া কা অসর ইতনি জলদি নেহি হোতা৷’’
advertisement
3/10
অর্থাৎ আমার প্রার্থণার প্রভাব এতটা যদি বেশি হয় তো ভাব আমার অভিশাপের প্রভাব কতটা বেশি হবে, সেটা তো সবাই জানে৷ আশীর্বাদ ও অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে না৷
advertisement
4/10
এদিকে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত আত্মসমর্পণ করে হেরেছে আর তারপরেই হাসিনের এই পোস্টকে মোটেই ভাল চোখে নিচ্ছেন না নেটিজেনরা৷ তাঁরা সন্দেহ করছেন যেহেতু নিজের স্বামীর সঙ্গ অসদ্ভাব হাসিনের তাই তিনি যাতে বিশ্বকাপ না পান তাই চেয়েছিলেন কি হাসিন৷
advertisement
5/10
মহম্মদ শামিকে নিয়ে কিছু না বললেও ভারতীয় দলের বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চান?‘‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা চাই আমাদের দল প্রতিটা খেলাতেই যেন সেরা খেলে, আমি চাইব ভারতীয় দল যেন জেতে৷’’
advertisement
6/10
কাঁপিয়ে পারফর্ম করছেন মহম্মদ শামি সারা দেশ থেকে সারা পৃথিবীর ক্রিকেট ভক্ত এখন তাঁর গুণে বুঁদ হয়ে রয়েছেন৷ কিন্তু তাঁর থেকে বিছিন্না স্ত্রী হাসিন জাহান একেবারে আগুনের গোলা হয়ে রয়েছেন৷ তাঁকে প্রশ্ন করা মানেই উত্তর যেন খাপ খোলা তলোয়ার৷
advertisement
7/10
কীভাবে জীবন যাপন করেন আপনি? আর আপনার প্রতিটা পোস্টই কী মহম্মদ শামিকে খোঁচা দেওয়া?‘‘আপনি নিজের জীবন ফুল ফর্মে আনন্দ করে বাঁচি, বিন্দাস কাজ করি তাতে কেউ যদি কাউকে টার্গেট করছি ভাবে তাতে আমার কী আমার নিজের বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে ইমপর্ট্যান্ট৷’’
advertisement
8/10
শামির মেয়ে কী টিভিতে বাবার খেলা দেখে?‘‘আমার জীবনে বারবার জোর করে মহম্মদ শামিকে ঢুকিয়ে দেওয়া হয়৷ আমাদের বাড়িতে টিভি খুব কম চলে, বেবো জেদ করলে ওকে কার্টুন দেখতে দিতে হয়৷ কার্টুনেই ওর আগ্রহ৷ আমার ও আমার বাচ্চার কারোরই ক্রিকেটে কোনও শখ নেই৷’’
advertisement
9/10
আপনার মেয়ের ক্রিকেট খেলা কী ভাল লাগে?‘‘যখন টিভি চলেই না তখন ও দেখে না৷ ওর কোনও শখও নেই ক্রিকেট খেলা দেখার৷ ও ক্রিকেট খেলা শিখবে না বলে জানিয়েছে, ওর ক্রিকেট খেলা ভাল লাগে না৷’’
advertisement
10/10
ও কী ওর বাবা অর্থাৎ মহম্মদ শামির বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না?‘‘নিজের বাবার বিষয়ে এখন তো কিছুই জিজ্ঞাসা করে না৷ শুরুর দিকে ও অস্বস্তিতে থাকত৷’’