৩৪ তম জন্মদিনে অচেনা কোহলি, জানুন ১০টি আকর্ষণীয় 'বিরাট' তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপের মাঝেই বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন। খারাপ সময় কাটিয়ে এবারের জন্মদিন আলাদাই ব্যাপার বিরাট কোহলির কাছে। জানুন ১০টি আকর্ষণীয় তথ্য।
advertisement
1/10

৫ নভেম্বর ১৯৮৮ সালে জন্ম। বিরাট কোহলির ডাক নাম চিকু। এই নাম দিয়েছিলেন তার প্রাক্তন দিল্লি কোচ অজিত চৌধুরী।
advertisement
2/10
ছোট থেকেই ক্রিকেটের বাইরে কোনও দিকে হুঁশ ছিল না কোহলির। ক্রিকেটের ও স্কুলের ইউনিফর্মই সবথেকে বেশি পড়তেন।
advertisement
3/10
২০০৬ সালে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন বাবা মারা যায় বিরাট কোহলি। তাও ম্যাচ ছেড়ে যাননি। খেলেন ৯০ রানের ইনিংস।
advertisement
4/10
বিরাট কোহলির প্রিয় খাবার ছোলে বাটোরে। তবে বর্তমানে ডায়েট মেনে চলায় খুব একটা খেতে পারেন না।
advertisement
5/10
এছাড়াও বিরাটের প্রিয় খাবার হল মটন বিরিয়ানি ও ক্ষীর। অবশ্য সেটা তাঁর মায়ের হাতের বানানো।
advertisement
6/10
বিরাট কোহলির প্রথম বলিউড ক্রাশ ছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর। করিশ্মার কোনও সিনেমা মিস করতেন না বিরাট।
advertisement
7/10
কোহলির শরীরে একাধিক ট্যাটু আছে। এরমধ্যে একটি গোল্ডেন ড্রাগন এবং স্যামুরাই যোদ্ধা। সৌভাগ্য আনার জন্য এই ট্যাটু।
advertisement
8/10
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বিরাট কোহলি। একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে ৮ কোটি টাকারও বেশি রোজগার করেন তিনি।
advertisement
9/10
বলিউড সুপার স্টার অনুষ্কা শর্মার প্রেমে পড়েন বিরাট কোহলি। ১১ ডিসেম্বর ২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি।
advertisement
10/10
বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ভামিকাকে নিয়ে সুখী সংসার বিরুষ্কার। পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন কোহলি।