KKR News: লখনউ ম্যাচের আগে কেকেআরের জন্য 'ভাল খবর'! চ্যালেঞ্জ অনেকটা কমল নাইট ব্যাটারদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: জয়ের হ্যাটট্রিকের পর সিএসকের বিরুদ্ধে প্রথম হারের মুখ দেখেছে কেকেআর। এলএসজির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচে নামার আগে কেকেআরের জন্য ভাল খবর।
advertisement
1/6

জয়ের হ্যাটট্রিক দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চতুর্থ ম্যাচে সিএসকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে কেকেআরকে।
advertisement
2/6
একটি ম্যাচ হারের ফলেই লিগ টেবিলের প্রথম স্থান খোয়াতে হয়েছে মেন্টর গৌতম গম্ভীরের দলকে। এই পরিস্থিতি আগামী রবিরা বাংলা নববর্ষের প্রথম দিনে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখো হবে নাইটরা।
advertisement
3/6
পয়েন্ট টেবিলে কেকেআর দ্বিতীয় স্থানে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লখনউ। ম্যাচ ও পয়েন্ট সমান, শুধু মাত্র রানরেটে পিছিয়ে রয়েছে লখনউ। ফলে লখনউয়ের বিরুদ্ধে হারলে দ্বিতীয় স্থানও হারাতে হবে কেকেআরকে।
advertisement
4/6
তবে এলএসজির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচে নামার আগে কেকেআরের জন্য ভাল খবর। অনেকটাই চ্যালেঞ্জ কমল নাইটদের ব্যাটারদের। কারণ চোটের কারণে কেকেআরর বিরুদ্ধে খেলবেন না এলএসজি পেসার মায়াঙ্ক যাদব।
advertisement
5/6
আইপিএল অভিষেকেই লাগাতার ১৫০ বা তারও বেশি গতিতে বল করে সকলকে চমকে দিয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম ২টি আইপিএল ম্যাচে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকেও নাম তুলে ফেলেছেন মায়াঙ্ক যাদব।
advertisement
6/6
চোটের কবলে তরুণ পেসার। চোটের কারণে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১ ওভারের বেশি বল করতে পারেননি মায়াঙ্ক। এবার এলএসজি কোচ জানিয়েছেন আপাতত আরও ২টি ম্যাচ খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব।