Ishan Kishan|Aditi Hundia: কী দারুণ দেখতে! লাল পোশাকে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন এই ক্রিকেটারের গার্লফ্রেন্ড
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
IPL 2022|Ishan Kishan|Aditi Hundia|Virat Kohli|Rohit Sharma|Sourva Ganguly|IndVsNz: ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা ঈশান কিষানের বান্ধবী অদিতি হুন্ডিয়ার ছবি সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে
advertisement
1/8

সোশ্যাল মিডিয়া কাঁপালেন ঈশানের (Ishan Kishan) গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া ৷ সম্প্রতি তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ লাল শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অদিতি হুন্ডিয়া ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
ছবিগুলিতে ভক্তরা রীতিমত রিঅ্যাক্ট করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় অদিতি হুন্ডিয়া (Aditi Hundia) অত্যন্ত সক্রিয় ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার আছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
অদিতি ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট (Femina Miss India Finalist) ছিলেন ৷ ২০১৮ সালে মিস সুপার ন্যাশন্যালের (Miss Supernational India) পুরস্কার পেয়েছিলেন ৷ এখনও পর্যন্ত ঈশান (Ishan Kishan) ও অদিতি (Aditi Hundia) নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
যখন ঈশান কিষান (Ishan Kishan) আন্তর্জাতিক ম্যাচে টুপি পেয়েছিলেন ঠিক তখনই অদিতি (Aditi Hundia) ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ভিডিও শেয়ার করেছিলেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
২২ বছরের ঈশান কিষান (Ishan Kishan) অনেক সময়েই ২৩ বছরের মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে ছবি তোলেন এটা দেখতেই পাওয়া যায় ৷ অদিতি হুন্ডিয়াকে (Aditi Hundia) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বেশ কিছু ম্যাচে দেখতেও পাওয়া গিয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
আইপিএল ম্যাচ দেখতে অদিতি প্রধানত যেতেন ঈশান কিষানকে (Ishan Kishan) সমর্থন করতেই ৷ অনেক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে আগে যে অদিতি হুন্ডিয়া আসলে ঈশান কিষানের গার্লফ্রেন্ড ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
এর আগেও ঈশান কিষানকে অদিতি হুন্ডিয়ার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে বেশ কয়েকবার ৷ অনেক সময়েই অদিতি হুন্ডিয়া (Aditi Hundia) ঈশান কিষানের (Ishan Kishan) সঙ্গে বিভিন্ন ছবি শেয়ার করেছেন ৷ তবে প্রেমের বিষয়টি কোনও পক্ষই স্বীকার করে নেয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কার্যকলাপ দেখেই বুঝতে পারা যায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
এই সম্পর্ক নিয়ে ঈশান কিষান (Ishan Kishan) যদিও প্রকাশ্যে কোনও কথা বলেননি ৷ কিন্তু খেলার মাঠের নানা কীর্তি তা প্রমাণ করে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷