ভাল খেলেও হার চিলির, প্রথমবার কনফেড কাপ জয়ের স্বাদ পেল জার্মানরা
Last Updated:
জার্মানির হয়ে এদিন একমাত্র গোলটি করেন লার্স স্টিন্ডল ৷
advertisement
1/8

যতোই জার্মানরা এবার তরুণ দল নিয়ে কনফেডারেশন কাপ খেলতে আসুক না কেন, বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে যে লড়াইটা রবিবার ফাইনালে চিলি করল, তাতে যথেষ্ট প্রশংসাই প্রাপ্য তাঁদের ৷ ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করে গেলেও অবশেষে শেষ হাসিটা হাসল জার্মানরাই ৷ চিলি এদিন প্রায় ২০টা শট গোলে করলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি ৷ আর একটা ভুলেই শেষপর্যন্ত গোল খেয়ে বসতে হয় তাদের ৷ জার্মানির হয়ে এদিন একমাত্র গোলটি করেন লার্স স্টিন্ডল ৷ Photo: AP
advertisement
2/8
ফাইনাল জেতার পর জার্মান ফুটবলারদের উচ্ছ্বাস ৷ Photo: AP
advertisement
3/8
Photo: AP
advertisement
4/8
Photo: AP
advertisement
5/8
Photo: AP
advertisement
6/8
হতাশ চিলি গোলরক্ষক ব্র্যাভো ৷ Photo: AP
advertisement
7/8
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন চিলির খেলোয়াড়রা ৷ Photo: AP
advertisement
8/8
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়েগো মারাদোনাও ৷ Photo: AP