The Great Khali: বাবা দ্য গ্রেট খালি, তাঁর মেয়ে এত্ত সুন্দরী নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, রইল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
The Great Khali: খালি এখন wwe থেকে অবসর নিয়েছেন। ২০১৪ সালে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। তিনি এখন পঞ্জাব রাজ্যের জলন্ধর শহরে নিজের রেসলিং অ্যাকাডেমি খুলেছেন।
advertisement
1/5

কলকাতা: দ্য গ্রেট খালিকে চেনে না এমন মানুষ খুব বেশি নেই৷ মহা বলশালী খালির দারুণ সুন্দর একটা সংসারও রয়েছে৷ তাঁর সুখী পরিবারে একটি মিষ্টি মেয়ে রয়েছে৷ রিংয়ের কিং খালি নিজের পরিবারকে খুব ভালোবাসেন । খলির মেয়ে অ্যাভলিন রানা দেখতে খুবই কিউট। গ্রেট খালি খুব বিলাসবহুল জীবনযাপন করেন। তার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। (Photo Courtesy: Avleen Rana Instagram)
advertisement
2/5
খালি নিজের মেয়েক পরিবারের সবচেয়ে সুন্দর সদস্য বলেন। খালি তার মেয়ের নাম রেখেছেন অ্যাভলিন রানা। খুদে অ্যালভিন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এখনও প্রাপ্তবয়স্ক হতে দেরি আছে৷ ইনস্টাগ্রামে অ্যাভালিনের হাজার হাজার ফলোয়ার রয়েছে। (Photo Courtesy: Avleen Rana Instagram)
advertisement
3/5
দ্য গ্রেট খালির মেয়ে ইনস্টাগ্রামে রিল তৈরি করতে খুব পছন্দ করেন। সে প্রায়ই তার মা বা তার বাবার সঙ্গে রিল তৈরি করে এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। খালি কন্যা ভবিষ্যতে রেসলিং জগতে যাবেন নাকি, এটি একটি দেখার বিষয় হবে৷ (Photo Courtesy: Avleen Rana Instagram)
advertisement
4/5
মেয়ের পাশাপাশি বাবা গ্রেট খালিও রিল তৈরি করতে খুব পছন্দ করেন। দ্য গ্রেট খালির সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকেন৷ তিনি পাঞ্জাবি গান খুব পছন্দ করেন। তাই এই ভিডিও -য় আপলোড করেন। (Photo Courtesy: Avleen Rana Instagram)
advertisement
5/5
খালি এখন wwe থেকে অবসর নিয়েছেন। ২০১৪ সালে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। তিনি এখন পঞ্জাব রাজ্যের জলন্ধর শহরে নিজের রেসলিং অ্যাকাডেমি খুলেছেন। তার অ্যাকাডেমি কাংনিওয়াল গ্রামে। খালি তাঁর সময়ে ডব্লিউডব্লিউইতে লড়াই করে ভক্তদের বিনোদন রেসলিংয়ের আনন্দ দিয়েছেন। এখন রিল বানিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন। (Photo Courtesy: World wrestling Entertainment)