ভারতীয় ক্রিকেটে ফের বিয়ের সানাই! বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন তারকা ব্যাটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shikhar Dhawan Set To Marry Sophie Shine Wedding Date And Venue Revealed: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান তাঁর দীর্ঘদিনের আইরিশ বান্ধবী সোফি শাইনের সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর।
advertisement
1/5

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান তাঁর দীর্ঘদিনের আইরিশ বান্ধবী সোফি শাইনের সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর। দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা।
advertisement
2/5
জানা গেছে, অনুষ্ঠানটি ব্যক্তিগত হলেও উপস্থিত থাকবেন ক্রিকেট ও চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করতে চান ধাওয়ান ও সোফি, তবে তারকাখচিত উপস্থিতির কারণে অনুষ্ঠানটি আলোচনায় থাকবে বলেই মনে করা হচ্ছে।\
advertisement
3/5
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চলাকালীন এই দম্পতি প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে হাজির হন। কয়েক বছর আগে দুবাইয়ে তাঁদের পরিচয় হয় বলে জানা যায়। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয় গভীর সম্পর্কে।
advertisement
4/5
২০২৫ সালের মে মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়, যা এবার বাস্তব রূপ নিতে চলেছে।
advertisement
5/5
প্রতিবেদন অনুযায়ী, শিখর ধাওয়ান নিজেই বিয়ের প্রস্তুতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর জীবনের এই নতুন অধ্যায়কে তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলক হিসেবে দেখছেন।