T20 World Cup: আমেরিকার কোন কোন শহরে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ, জানিয়ে দিল আইসিসি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup: আগামি বছর হতে চলেছে এযাবৎকালের টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় প্রতিযোগিতা। মোট ২০টি দেশ অংশ নেবে টি-২০ বিশ্বকাপ ২০২৪। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। আমেরিকার কোন কোন শহরে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ, জানিয়ে দিল আইসিসি।
advertisement
1/6

আগামি বছর হতে চলেছে এযাবৎকালের টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় প্রতিযোগিতা। মোট ২০টি দেশ অংশ নেবে টি-২০ বিশ্বকাপ ২০২৪। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা।
advertisement
2/6
মার্কিন মুলুকে ক্রিকেট সাম্প্রতিক সময়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ক্রিকেটের প্রসারের স্বার্থেই আমেরিকাকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আইসিসি।
advertisement
3/6
কিন্তু আমেরিকার কোন কোন শহরে ও মাঠে খেলা হবে তা নিয়ে এতদিন ছিল জল্পনা। অবশেষে আমেরিকার ৩টি মাঠের নাম জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
advertisement
4/6
টি-২০ বিশ্বকাপের ভেন্যু হিসেবে আইসিসি বেছে নিয়েছে আমেরিকার ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক। এই প্রথমবার আইসিসি-র কোনও শোপিস ইভেন্ট হচ্ছে আমেরিকায়।
advertisement
5/6
ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম ও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে খেলা হবে। বিশ্বকাপের আগে এই ৩ স্টেডিয়ামকে আরও ঢেলে সাজানো হবে।
advertisement
6/6
এছাড়া আইসিসি-র মাথায় মডিউলার স্টেডিয়ামের ভাবনা রয়েছে। নাসাউ কাউন্টিতে ৩৪ হাজার আসন বিশিষ্ট একটি স্টেডিয়াম হবে এইসেনহাওয়ার পার্কে।