ফুটবল বিশ্বকাপের একগুচ্ছ এমন রেকর্ড, যা অনেকের কাছেই অজানা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২। ফুটবল জ্বড়ে কাবু গোটা বিশ্ব। বিশ্বের সবথেকে জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট শুরুর আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে এমন কিছু রেকর্ড, যা সকলের অজানা।
advertisement
1/8

বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক দর্শক সংখ্যা- যে কোন ফুটবল বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক দর্শক সংখ্যাক নিরিখে এগিয়ে রয়েছে ১৯৫০ সালের মারাকানায় ব্রাজিল বনাম উরুগুয়ের ফাইনাল। অফিশিয়াল রেকর্ড অনুযায়ী ১ লাখ ৭৩ হাজার ৮৫৪ জন দর্শক সেদিন মাঠে এসেছিল। তবে বেসরকারি মতে দর্শক ছিল ২ লক্ষেরও বেশি। তবে ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয় সেলেকাওদের।
advertisement
2/8
সবথেকে বেশি বিশ্বকাপ জয়ী ফুটবলার- ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি শিরোপা জয়ী ফুটবলার হলেন ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে। নিজের কেরিয়ারে ৩টি বিশ্বকাপ জিতেছেন তিনি। ১৫৮, ১৯৬২ ও ১৯৭০ লাবে বিশ্বকাপ জিতেছিলেন পেলে।
advertisement
3/8
বিশ্বকাপে সর্বাধিক গোল- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার নিরিখে শীর্ষ রয়েছেন মিরোস্লাভ ক্লোজে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত মোট ৪টি বিশ্বকাপ খেলে মোট ১৬ গোল করেছেন জার্মান স্ট্রাইকার। কেরিয়ারে ২টি বিশ্বকাপও জিতেছেন ক্লোজে।
advertisement
4/8
এক বিশ্বকাপে সর্বাধিক গোল স্কোরার- যে কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক গোলকরার রেকর্ড রয়েছে ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার জাস্ট ফন্টেইনের ঝুলিতে। যেই রেকর্ড অন্যান্যদের পক্ষে ভাঙা কার্যত অসম্ভব। ১৫৮ সুইডেন বিশ্বকাপে ১৩টি গোল করেছিলেন ফন্টেইন।
advertisement
5/8
পরপর বিশ্বকাপ জয়- আজ পর্যন্ত বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করতে পারেনি কোনও দেশ। পরপর ২ বার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ব্রাজিল ও ইতালির ঝুলিতে। ১৯৩৪ ও ১৯৩৮ ইতালি ও ১৯৫৮ এবং ১৯৬২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল।
advertisement
6/8
পরপর তিন বার বিশ্বকাপ ফাইনালে পৌছানো দল- একটানার তিনবার বিশ্বকাপ ফাইনালে পৌছতে পেরেছে মাত্র দুটি েদশই। ব্রাজিল ও জার্মানির এই নজির রয়েছে। ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ সালে ফাইনাল খেলেছে জার্মানি। ১৯৯৪, ১৯৯৮, ২০২২ সালে ফাইনালে খেলেছে ব্রাজিল।
advertisement
7/8
বিশ্বকাপে সবথেকে বেশিবার ফাইনাল খেলা দল- ব্রাজিল সর্বাধিক ৫ বার বিশ্বকাপ জয়ী দল হলেও সবথেকে বেশিবার ফাইনালে পৌছানো দল হল জার্মানি। সবথেকে বেশি ৮ বার ফাইনাল খেলেছে জার্মানি। ১৯৫৪, ১৯৬৬, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ২০২২, ২০১৪ সালে ফাইনালে পৌছেছিল জার্মানরা।
advertisement
8/8
বিশ্বকাপে সর্বাধিক হার- বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচ হারের লজ্জার রেকর্ড রয়েছে মেক্সিকোর দখলে। এখনও পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মোট ২৫টি ম্যাচ হেরেছে মেক্সিকো।