বিশ্বকাপ ফাইনালে নিয়ম ভেঙে বিতর্কে ফিফা, কাঠগড়ায় খোদ প্রেসিডেন্ট ইনফান্তিনো
- Published by:Sudip Paul
Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় করল আর্জেন্টিনা। তবে ফাইনালে নিয়ম ভাঙার অভিযোগ উঠল ফিফার বিরুদ্ধে।
advertisement
1/5

বিশ্বকাপ ফাইনাল জয়ের পর মেসিকে একটি কালো রঙের আলখাল্লা পড়ানো হয়েছিল। যেটা পড়েই বিশ্বকাপের ট্রফি তুলেছিল ফিফা। ওই কালো আলখাল্লা পরে মেসি ট্রফি তোলায় বিতর্কে জড়িয়েছে ফিফা।
advertisement
2/5
কারণ ফিফার নিয়ম বলছে ম্যাচের জার্সি ছাড়া অন্য কিছু পরে ট্রফি নেওয়া যাবে না। কিন্তু মেসিকেওই কালো আলখাল্লা পরিয়ে দেন কাতারের রাজা। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
advertisement
3/5
ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো নিজের হাতে মেসিকে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন। সেই সময় মেসির গায়ে ছিল সেই আলখাল্লা। সেই সময় তিনি মেসিকে ওই আলখাল্লা খুলতেও বলেননি।
advertisement
4/5
এই আলখাল্লা আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। মেসিকে সম্মান জানানোর জন্যই রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি তা মেসিকে পরিয়ে দিয়েছিলেন।
advertisement
5/5
ফিফার নিয়ম বলছে ফাইনালের জন্য অন্য কোনও পোষাক থাকলেও তা পুরস্কার বিতরণ হয়ে যাওয়ার পরই পরতে পারবেন প্লেয়াররা। ইনফান্তিনো তা জেনেও কেন আটকালেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।