TRENDING:

অবশেষে 'খোঁজ' মিলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, মুখ খুললেন বিশ্বকাপ নিয়ে

Last Updated:
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরেনি রোন্ডো সহ ১০ ফুটবলার। এবার বিশ্বকাপ নিয়ে মুখ খুূললেন রোনাল্ডো।
advertisement
1/6
অবশেষে 'খোঁজ' মিলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, মুখ খুললেন বিশ্বকাপ নিয়ে
মরক্কোর বিরুদ্ধে হারের পর চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেল সিআর সেভেনের।
advertisement
2/6
জীবনের সবথেকে বড় স্বপ্নটা চোখের সামনে ভাঙতে দেখে চোখের জল ও হতাশাই এখন সঙ্গী রোনাল্ডোর। তারপর থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার। অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রোনাল্ডো।
advertisement
3/6
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লেখেন,'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন এবং উচ্চাকাঙ্খা। ভাগ্যক্রমে, আমি পর্তুগালের হয়ে অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি। কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের দরবারে এক নম্বরে রাখাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।'
advertisement
4/6
এছাড়াও নিজের সেই পোস্টে সিআরসেভেন লিখেছেন,'আমি লড়াই করেছি। আমি এই স্বপ্নের জন্য কঠোর লড়াই করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে পাঁচ বার বিশ্বকাপে যে গোল করেছি, সর্বদা পাশে পেয়েছি দুর্দান্ত খেলোয়াড়দের। সঙ্গে ছিল লক্ষ লক্ষ পর্তুগিজ জনতার সমর্থন। আমি আমার সমস্ত কিছু ঢেলে দিয়েছি। কখনও লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি। কখনও স্বপ্নকে ছেড়ে দিইনি।'
advertisement
5/6
বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থাকার যন্ত্রণাও পোস্টে ব্যক্ত করেছেন রোনাল্ডো। বলেছেন,'দুর্ভাগ্যবশত, গতকাল সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। কোনও অজুহাত নয়। আমি শুধু চাই যে সবাই জানুক যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে। কিন্তু পর্তুগালের প্রতি আমার আনুগত্য এক মুহূর্তের জন্য পরিবর্তন হয়নি।'
advertisement
6/6
বর্তমানে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও রোনাল্ডো সহ ১০ প্লেয়ার কাতারে থেকে গিয়েছেন। যদিও তার কারণ সম্পর্কে কিছু জানায়নি পর্তুগালের ফুটবল সংস্থা।
বাংলা খবর/ছবি/খেলা/
অবশেষে 'খোঁজ' মিলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, মুখ খুললেন বিশ্বকাপ নিয়ে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল