শুধু বিশ্বকাপ জয় নয়, ফাইনালে মেসির সামনে ৭টি রেকর্ড গড়ার হাতছানি
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালের শুধু কাপ জয় নয়, মেসির সামনে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।
advertisement
1/7

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে এই মুহর্তে জার্মান কিংবদন্তী লোথার ম্যাথিউজের সঙ্গে একই আসনে রয়েছেন মেসি। দুজনেই খেলেছেন ২৫টি করে ম্যাচ। লুসেইল স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামলেই শীর্ষ পৌছে যাবেন মেসি।
advertisement
2/7
বেটিং সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের শুরুতে এমবাপের উপর বাজি ধরেছিলেন অনেকে। তবে এখন বেশিরভাগ বাজি মেসি ও আর্জেন্টিনার পক্ষে। ফলে রবিবার আর্জেন্টিনা জিতলে তাদের ক্ষতির পরিমাণ হবে আকাশছোঁয়া। মেসি গোল করলে তো সেই ক্ষতি আরও বাড়বে।
advertisement
3/7
তবে কোনও জরিমানা হলেও মেসিকে সেমি ফাইনাল থেকে যে ব্যান করা হবে না সেই বিষয়ে আশাবাদী আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট থেকে বিশ্ব জড়ে সমর্থকরা।
advertisement
4/7
পাঁচটি বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম নকআউট পর্যায়ে গোল করলেন লিওনেল মেসি। এর আগে ৮টি গোলই তিনি করেছিলেন গ্রুপের ম্যাচে।
advertisement
5/7
বিশ্বকাপের কোনও প্লেয়ারের প্রতিযোগিতার সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড অর্থাৎ ২ বার সোনার বল জেতার নজির নেই। মেসি ২০১৪ সালে এই সম্মান একবার পেয়েছেন। এবারও সোনার বল জেতার অন্যতম দাবিদার তিনি। মেসি তা পেলে নতুন ইতিহাস তৈরি হবে।
advertisement
6/7
কাতার বিশ্বকাপ চলাকালীন সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা। আর্জেন্টিনাকে দারুণ সমর্থন জুগিয়েছে বাংলাদেশ। আর তাই বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইনরা।
advertisement
7/7
মেসি আরও বলেন, আমরা যে ভাল দল, সঠিক পরিকল্পনায় এগোচ্ছি, সেটা মাঠে প্রমাণ করার দরকার ছিল। সেটাই আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছি। আমরা আপাতত কোয়ার্টার ফাইনাল নিয়েই ভাবছি।