FIFA World Cup 2022: এবারের বিশ্বকাপে পাঁচ-পাঁচটি নতুন জিনিস!যা একেবারে বদলে দেবে খেলার ধরন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে নজর রাখুন এই বদলে যাওয়া বিষয়গুলিতে ...
advertisement
1/8

ফিফা ফুটবল বিশ্বকাপ আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই৷ ফুটবলপ্রেমী জনতা এই মেগা ইভেন্টের অপেক্ষায় বসে থাকেন কবে হবে ফুটবলের এই মহাযজ্ঞ৷ কাতারে আয়োজিত এবারের ফুটবল বিশ্বকাপে বেশ কয়েকটি নিয়ম নতুন করে ব্যবহার হতে চলেছে৷ যা বেশ খানিকটা আলাদা করে দেবে ২০২২ -র ফুটবল বিশ্বকাপকে৷
advertisement
2/8
এই প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন হয়েছে কাতারে৷ শুধু সে কারণেই নয়, উত্তর গোলার্ধে এর আগে কখনই শীতকালে বিশ্বকাপ আয়োজিত হয়নি৷ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে উত্তর গোলার্ধে বিশ্বকাপ আয়োজিত হলে তা গ্রীষ্মকালে আয়োজন করা হয়৷ সাধারণত ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় ইউরোপীয়ান ফুটবল মরশুমের শেষে আয়োজিত হয়৷
advertisement
3/8
সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি একধরণের বিপ্লব৷ সারা বিশ্বের ফুটবলে ব্যবহার হওয়া ভার (VAR) প্রথমবার ফুটবল বিশ্বকাপে ব্যবহার হবে৷ আর্টিফিশিয়াল ২৯ ডেটা পয়েন্টে নিযুক্ত থাকবে এবং ট্র্যাক করবে, যা ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিং সাহায্য করবে৷
advertisement
4/8
কানেকটেড বল টেকনোলজি - সাসপেনশন সিস্টেম যা ধরে রাখে এবং মেপে নেবে ইনারশিয়াল মেজরমেন্ট এবং মোশন সেন্সর ইউনিট৷ কিক পয়েন্ট প্রিসিশনে - অটোটমেটিকভাবেই বোঝা যাবে বল কোথা থেকে কখন কিক হবে৷ আইএমইউ- ট্রান্সমিট করবে কিক পয়েন্ট, লোকেশন ডিরেকশন- ৫০০ হার্ৎজে৷ যা প্রতি সেকেন্ডে ৫০০৷
advertisement
5/8
স্টেডিয়ামের ছাদে ১২ টি ক্যামেরা রয়েছে৷ যা বল ও প্লেয়ারদের ৫০ টাইম প্রতি সেকেন্ডে ফলো করবে৷ বল যেখানে মারা হবে সেখান থেকে কখন কিক হবে তাও ফলো হবে৷ ভিডিও অপারেশন রুমে অ্যালার্ট ট্রিগার হবে৷ এরপরেই রেফারিকে সিদ্ধান্ত জানানো হবে৷
advertisement
6/8
এই প্রথমবার বিশ্বকাপে ফুটবল পাঁচ জন বিকল্প ফুটবলারকে খেলানো যাবে৷ কোভিড ১৯ -র সময় প্লেয়ারদের যাতে চোট ও আঘাত না লাগে তাঁদের যাতে বাঁচিয়ে রাখা যায় সেই কারণেই এই নিয়ম শুরু হয়েছিল৷ এখন বিশ্বকাপ ফুটবলে সেই নিয়মই চলছে৷
advertisement
7/8
২৬ প্লেয়ারের স্কোয়াড হচ্ছে এইবার প্রথম৷ সাধারণত ২৩ জনের স্কোয়াড হত৷ ইতিমধ্যেই ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকায় ২৬ জনের স্কোয়াড ব্যবহার করা হয়েছে৷ এবার বিশ্বকাপে সেটাই ব্যবহার হয়েছে৷
advertisement
8/8
মহিলা রেফারিরা এই প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন৷ প্রধান রেফারিদের ৩৬ জনের ৩ জন মহিলা ৷ পাশাপাশি সহকারি রেফারিদের ৬৯ জনের ৩ জন মহিলা রেফারি৷