TRENDING:

Ravi Shastri on Virat Kohli: আইপিএল খেলাটা ছাড় তো এখন, প্রিয় ছাত্রকে এত বড় কথা বললেন শাস্ত্রী

Last Updated:
ছাত্র ও গুরু হিসেবে দুজনের কেমিস্ট্রি চমৎকার, কিন্তু তাও প্রিয় ছাত্র বিরাট কোহলিকে আইপিএল ছাড়তে বলছেন রবি শাস্ত্রী!
advertisement
1/4
আইপিএল খেলাটা ছাড় তো এখন, প্রিয় ছাত্রকে এত বড় কথা বললেন শাস্ত্রী
#মুম্বই: বিরাট কোহলি আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রান বানানো ক্রিকেটার৷ তাঁর নামের পাশে আইপিএলে ৫ টি শতরানস এবং ৪২ টি অর্ধশতরান রয়েছে৷ কিন্তু এহেন রানের মালিক একেবারে জঘন্য পারফরম্যান্স নিয়ে একেবারে নাজেহাল হয়ে রয়েছেন৷ বিরাট কোহলি গত আইপিএল মরশুমেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর আইপিএল ২০২২ এ অধিনায়ক থাকবেন না৷ তাই এই মরশুমে ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে আরসিবি৷ এই অবস্থায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তাঁকে এক বিরাট পরামর্শ (Ravi Shastri on Virat Kohli) দিয়েছেন৷
advertisement
2/4
রবি শাস্ত্রী যতীন সপ্রু ইউটিউব চ্যানেলের জন্য দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় ব্রেক নেওয়া ওঁর জন্য আদর্শ হবে৷ কারণ ও ননস্টপ ক্রিকেট খেলছে৷ তিনি সব ফর্ম্যাটেই দলের অধিনায়কত্ব করেছেন৷ তাঁর ব্রেক নেওয়া বুদ্ধিমানের হবে৷ আপনি জানবেন কখনও কখনও ব্যালান্স রাখা প্রয়োজন৷ আপনি যদি আন্তর্জাতিক কেরিয়ার লম্বা করতে চান, যদি চান ৬-৭ বছরে আপনি ছাপ ছাড়তে চান তাহলে আইপিএল থেকে বেরিয়ে যান৷’’
advertisement
3/4
শাস্ত্রী এ ছাড়াও বলেন এই পরামর্শ শুধু কোহলিকে নয় এরকম ভাবে ফর্মের জন্য লড়ছেন তাঁদেরও দিয়েছেন৷ ভারতে খেলার সময় এই স্টার ক্রিকেটাররা ব্রেক নেওয়ার বদলে এখন ব্রেক নেওয়া ভাল হবে৷ শাস্ত্রি আরও বলেন, ‘‘আপনি ১৪-১৫ বছর খেলছেন৷ বিরাটই শুধু নয়৷ আমি অন্য ক্রিকেটারদেরও এই কথা বোঝাব৷ যদি আপনি লম্বা খেলতে চান, যদি ভারতের জন্য খেলতে চান তাহলে এই রেখা টানতেই হবে যেখানে আপনি ব্রেক নিতে চাইবেন৷ আদর্শ ব্রেকের সময় তখন হবে যখন ভারতের খেলা থাকবে না৷ ’’
advertisement
4/4
আইপিএল ২০২২ এ বিরাট কোহলি-র খারাপ ফর্ম জারি রয়েছে৷ লিগের ১৫ তম মরশুমে তিনি আরসিবি-র জার্সিতে ৯ ম্যাচ খেলেছেন৷ তাতে তাঁর ব্যাট থেকে মাত্র ১২৮ রান এসেছে৷ তাঁর ব্যাটিং গড় ১৬ রান৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা ম্যাচে তিনি অনুজ রাওয়াতের জায়গায় ব্যাটিং করতে আসেন৷ ক্রিকেট ফ্যানরা ভেবেছিলেন তাঁর ব্যাট এদিন ভাল কিছু করে দেখাবে, কিন্তু প্রত্যাশাই সার, এরকম কিছুই হয়নি৷
বাংলা খবর/ছবি/খেলা/
Ravi Shastri on Virat Kohli: আইপিএল খেলাটা ছাড় তো এখন, প্রিয় ছাত্রকে এত বড় কথা বললেন শাস্ত্রী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল