TRENDING:

১০০-র মধ্যে ৯৫ জন ভাবছে 'এই' দল এবার IPL জিতবে! KKR-এর প্রাক্তন বলছেন 'উল্টো'!

Last Updated:
শ্রেয়স আইয়ারের পঞ্জাব এবার গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে।লাগাতার ম্যাচ জিতছে। প্রীতি জিন্টার দলকে নিয়ে এবার ১০০ জনের মধ্যে ৯৫ জন আশাবাদী। তবে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার বলছেন উল্টো কথা।
advertisement
1/6
১০০-র মধ্যে ৯৫ জন ভাবছে 'এই' দল এবার IPL জিতবে! KKR-এর প্রাক্তন বলছেন 'উল্টো'!
আরসিবি-র মতোই তাদের অবস্থা। এত বছর ধরে আইপিএল খেলেও খেতাব ছুঁয়ে দেখা হয়নি। তবে এবার তারা যা খেলছে, তাতে অনেকে হলফ করে বলছেন, পঞ্জাব খেতাব জিতবে।
advertisement
2/6
শ্রেয়স আইয়ারের পঞ্জাব এবার গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে।লাগাতার ম্যাচ জিতছে। প্রীতি জিন্টার দলকে নিয়ে এবার ১০০ জনের মধ্যে ৯৫ জন আশাবাদী। তবে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার বলছেন উল্টো কথা।
advertisement
3/6
পঞ্জাব কিংসকে নিয়ে ভবিষ্যদ্বাণী কেকেআরের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির। তিনি বলে দিলেন, পঞ্জাব যতই ম্যাচ জিতুক, খেতাব জেতা তাদের পক্ষে সম্ভব নয়। কারণটাও বলেছেন তিনি।
advertisement
4/6
পঞ্জাবের কোচ রিকি পন্টিংকে দুষছেন মনোজ। তাঁর দাবি, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার পন্টিং ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটারদের বসিয়ে রেখে বিদেশি ক্রিকেটারদের খেলাচ্ছেন। এমন পক্ষপাতের কারণে পঞ্জাবকে আগামী দিনে ভুগতে হবে। ভারতীয়দের উপর ভরসা না রাখার মাশুল দিতে হবে পঞ্জাবকে।
advertisement
5/6
মনোজ বলেছেন, আমার মনে হচ্ছে পঞ্জাব ভাল খেলেও এবার ট্রফি জিততে পারবে না। এদিন ওরা যখন ব্যাট করছিল, তখন আমি দেখেছি কোচ ফর্মে থাকা ভারতীয় ব্যাটার নেহাল ওয়াদেরা ও শশাঙ্ক সিংকে পাঠাননি। বরং তিনি বিদেশি ক্রিকেটারের উপর আস্থা রাখেন। তিনি ভারতীয় ক্রিকেটারদের উপর বিশ্বাস, আস্থা রাখতে পারছেন না। এই ভাবেই যদি চলতে থাকে, তা হলে পঞ্জাব সেরা দুটো দল হিসেবে কোয়ালিফাই করতে পারবে না।’
advertisement
6/6
রিকি পন্টিয়ের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন মনোজ। তিনি এটাও বললেন, ভারতে হওয়া আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের উপর ভরসা না রাখাটা অন্যায়।
বাংলা খবর/ছবি/খেলা/
১০০-র মধ্যে ৯৫ জন ভাবছে 'এই' দল এবার IPL জিতবে! KKR-এর প্রাক্তন বলছেন 'উল্টো'!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল