আর ফিসফাস নয়, সুন্দরী গার্লফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটানোর খুল্লমখুল্লা ছবি পোস্ট করলেন ঋষভ পন্থ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চিনে নিন এই ‘হট’ WAG কে
advertisement
1/6

পরপর ক্রিকেট সিরিজ খেলে ক্লান্ত ক্রিকেটাররা ৷ নিউইয়ার ২০২০ তে তাই সকলেই ছুটির আনন্দ উপভোগ করে নিলেন চুটিয়ে ৷ বরফে ভরা উপত্যকা গরম করা ছবি পোস্ট করলেন ঋষভ পন্থও ৷ তিনি নিজের গুঞজনে থাকা গার্লফ্রেন্ডের সঙ্গেই ছবি পোস্ট করলেন ৷ Photo- Instagram Handle
advertisement
2/6
ঋষভ পন্থের গার্লফ্রেন্ডের নাম ইশা নেগি ৷ তিনি ইন্টিরিয়র ডেকরেটর ও অন্তেপ্রেনর ৷ বয়স ২৩ বছর ৷ Photo- Instagram Handle
advertisement
3/6
১৯৯৭ সালে ২০ ফেব্রুয়ারি জন্মেছেন ইশা ৷ তাঁর বডি একেবারে পারফেক্ট ৷ ৩২-২৬-৩২৷ দেরাদুনে -র মেয়ের সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্ক ভারতের উঠতি উইকেটকিপার পন্থের ৷ Photo- Instagram Handle
advertisement
4/6
প্রায় বছর খানেক আগে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সোশ্যালহ্যান্ডেলে ছবি দিয়েছিলেন ঋষভ পন্থ ৷ তার ট্যাগলাইনে তিনি লিখেছিলেন আমি তোমাকে খুশি করতে চাই, কারণ তুমি আমার খুশির কারণ ৷ Photo- Instagram Handle
advertisement
5/6
পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছি লাভ ইউ স্কাই বিগ বাবি..মানে অনেকদিন ধরেই যে সম্পর্ক রয়েছেন তার খুল্লমখুল্লা বয়ান করে দিলেন ৷ Photo- Instagram Handle
advertisement
6/6
আর ঋষভ পন্থের ট্যাগলাইনও দারুণ আকর্ষণীয় -কারণ তারা যে প্রেমে আছেন তা পরিষকার বোঝা যাচ্ছে ৷ যেখানে লেখা আছে আমি আরও বেশি আমার মতো যখন আমি তোমার সঙ্গে থাকি ৷ Photo- Instagram Handle