India Vs Bangladesh: ভারত-বাংলাদেশ ম্যাচ আজ না হলে কে জিতবে? দুবাইতে বৃষ্টি! বড় খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh Match Pitch-Weather Report, ICC Champions Trophy 2025: আজ ভারতের বিরুদ্ধে হারলে বাংলাদেশের অবস্থাও হতে পারে পাকিস্তানের মতো। পরের ম্যাচ হয়ে যাবে ডু অর ডাই। তাই তারা সেটা চাইবে না বলেইভ ধরা যায়। ফলে আজ ম্যাচ না হলে কিন্তু বাংলাদেশেরই লাভ।
advertisement
1/7

বাংলার আকাশের মুখ ভার। একইভাবে আজ দুবাইতেও বৃষ্টির পূর্বাভাস। ফলে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
advertisement
2/7
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির বহু প্রতীক্ষিত ম্যাচ। ভারত-বাংলাদেশ। তবে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এখনও পর্যন্ত যা খবর, বৃষ্টির জন্য একেবারে ম্যাচ পণ্ড হওয়ার মতো পরিস্থিতি সেখানে তৈরি হয়নি।
advertisement
3/7
এখন প্রশ্ন হল, আজ ভারত-বাংলাদেশ ম্যাচ না হলে আখেরে কার লাভ! ভারত নাকি বাংলাদেশের! জেনে নেওয়া যাক।
advertisement
4/7
ইতিমধ্যে প্রথম ম্যাচে পাকিস্তান হেরেছে। আজ চাপে আছে বাংলাদেশ। কারণ দীর্ঘদিন তারা ওডিআই খেলেনি। আর এতদিন পর খেলতে নেমে প্রথমেই ভারতের মতো কঠিন দলের সামনে তারা। তার উপর ভারতের বিরুদ্ধে তাদের হারের রেকর্ড তো সবারই জানা।
advertisement
5/7
ওডিআই ফরম্যাট-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচে হার মানেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। চারটি দল দুটি গ্রুপে ভাগ করা। সেরা দুটি দল খেলবে সেমি।
advertisement
6/7
রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের কাছে অগ্নিপরীক্ষা। ওই ম্যাচ হারলে তারা ছিটকে যেতে পারে।
advertisement
7/7
আজ ভারতের বিরুদ্ধে হারলে বাংলাদেশের অবস্থাও হতে পারে পাকিস্তানের মতো। পরের ম্যাচ হয়ে যাবে ডু অর ডাই। তাই তারা সেটা চাইবে না বলেইভ ধরা যায়। ফলে আজ ম্যাচ না হলে কিন্তু বাংলাদেশেরই লাভ।