রোহিত শর্মার ওজন কত? মোটা বলে কটাক্ষ কংগ্রেস নেত্রীর! আসল সত্যিটা জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Weight- এবার জেনে নেওয়া যাক, কংগ্রেস নেত্রীর করা মন্তব্য কতটা সঠিক! আসলেই কি রোহিত শর্মা অতিরিক্ত ওজনের সমস্য়ার মধ্যে আছেন! নাকি সবটাই মিথ্যে দাবি! ভারতীয় দলের ওজন ঠিক কত!
advertisement
1/6

রোহিত শর্মাকে মোটা বলে তোপের মুখে পড়েছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। নেত্রীর এমন মন্তব্যকে ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন এমন মন্তব্যকে ‘তুচ্ছ’ ও ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন।
advertisement
2/6
চাপের মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্ট মুছে ফেলেন কংগ্রেস নেত্রী। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের জয়ের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শামা। ভারতীয় অধিনায়কের তুমুল সমালোচনা করেন তিনি।
advertisement
3/6
তিনি লেখেন, ‘রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে যথেষ্ট মোটা। ওজন কমানো দরকার ওর। অবশ্যই ভারতের ইতিহাসে সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক। পূর্বসূরিদের সঙ্গে তুলনা করলে ওর মধ্যে বিশ্বমানের কী এমন আছে? ও আসলে মাঝারি মানের খেলোয়াড় ও অধিনায়ক। সৌভাগ্যবশত ও ভারতের অধিনায়ক হতে পেরেছে।
advertisement
4/6
বোর্ডের সচিব দেবজিৎ এই প্রসঙ্গে বলেন, ‘দল যখন আইসিসি টুর্নামেন্ট খেলছে, তখন একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এমন তুচ্ছ কথা দুর্ভাগ্যজনক। এটি দল অথবা খেলোয়াড়দের ওপর ব্যক্তিগতভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবাই নিজের সেরাটা নিংড়ে দিচ্ছে, ফলও দেখা যাচ্ছে। আশা করি ব্যক্তিগত প্রচারের লক্ষ্যে সবাই এসব অবমাননাকর মন্তব্য করা বন্ধ করবেন।’
advertisement
5/6
এবার জেনে নেওয়া যাক, কংগ্রেস নেত্রীর করা মন্তব্য কতটা সঠিক! আসলেই কি রোহিত শর্মা অতিরিক্ত ওজনের সমস্য়ার মধ্যে আছেন! নাকি সবটাই মিথ্যে দাবি! ভারতীয় দলের ওজন ঠিক কত!
advertisement
6/6
Google-এ দেখলে জানা যায়, রোহিত শর্মার ওজন ৭২ কেজি। তাঁর উচ্চতা দেখা যাচ্ছে ৫ ফিট ৯ ইঞ্চি। অর্থাৎ, উচ্চতা অনুযায়ী রোহিত শর্মার ওজন একেবারেই বেশি নয়। অবশ্য এ তথ্য গুগল থেকে পাওয়া। ফলে সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।