TRENDING:

Chinnaswamy Stadium: ১১ জনের মৃত্যু, পদপিষ্টের ভয়ঙ্কর ঘটনা! চিন্নাস্বামীকে এবার বড় 'শাস্তি' দিল বোর্ড

Last Updated:
Chinnaswamy Stadium: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় এবার বড় পদক্ষেপ বিসিসিআই-এর। সেই ঘটনার জন্য খেসারত দিতে হল কর্ণাটক ক্রিকেট সংস্থাকে।
advertisement
1/6
১১ জনের মৃত্যু, পদপিষ্টের ভয়ঙ্কর ঘটনা! চিন্নাস্বামীকে এবার বড় 'শাস্তি' দিল বোর্ড
১১ জনের মৃত্যু। আরসিবি ১৭ বছর পর ট্রফি জেতে আইপিএলে। তার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রিয় দলের তারকাদের সঙ্গে উৎসবে মেতে উঠতে এসেছিলেন সমর্থকরা। সেখানে ছিল না ভিড় সামলানোর কোনও ব্যবস্থা! ফলে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন সমর্থক।
advertisement
2/6
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় এবার বড় পদক্ষেপ বিসিসিআই-এর। সেই ঘটনার জন্য খেসারত দিতে হল কর্ণাটক ক্রিকেট সংস্থাকে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে ভারত ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যে তিন ম্যাচের এক দিনের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হল। জানিয়েছে বিসিসিআই। সেই ম্যাচ নিয়ে যাওয়া হল রাজকোটে।
advertisement
3/6
ম্যাচ কেন সরিয়ে নেওয়া হল তার কোনও সদুত্তর দিতে পারেনি কর্ণাটক ক্রিকেট সংস্থা। তবে মনে করা হচ্ছে, ১১ জনের মৃত্যুর ঘটনার পর সেখানকার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে বোর্ড কর্তাদের মনে।
advertisement
4/6
মহিলাদের একদিনের বিশ্বকাপের যে ম্যাচ বেঙ্গালুরুতে হওয়ার কথা, সেগুলিও সরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছরই ভারতে আয়োজিত হবে মহিলাদের বিশ্বকাপ। পাঁচটা মাঠে হওয়ার কথা ম্যাচ। সেই ভেনু লিস্ট থেকে বাদ পড়তে পারে চিন্নাস্বামী।
advertisement
5/6
৩ জুন চিন্নাস্বামীর বাইরে পদপিষ্টের ঘটনা ঘটে। স্টেডিয়ামে ঢোকা ও বের হওয়ার রাস্তা ঠিকঠাাক কি না তা খতিয়ে দেখতে চায় বোর্ড। নিরাপত্তার বিষয়টাও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। ফলে আপাতত সেখানে বোর্ড কোনও ম্যাচ আয়োজন করতে চাইছে না বলেই খবর।
advertisement
6/6
মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা চিন্নাস্বামীতে। তবে সেই ম্যাচগুলি আপাতত সেখানে হবে না বলেই মনে করা হচ্ছে। চিন্নাস্বামীর বদলে কোন মাঠ বেছে নেয় বোর্ড, সেটাই এখন দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
Chinnaswamy Stadium: ১১ জনের মৃত্যু, পদপিষ্টের ভয়ঙ্কর ঘটনা! চিন্নাস্বামীকে এবার বড় 'শাস্তি' দিল বোর্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল