Bangladesh cricket: দুর্দশা বাংলাদেশ ক্রিকেটে! ভাড়া না মেটানোয় বিপিএল ক্রিকেটারদের ব্যাট-প্যাড আটকে রাখলেন বাসচালক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh cricket: আবার শিরোনামে বাংলাদেশ ক্রিকেট, তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলের দল দুর্বার রাজশাহির মালিকরা এখনও তাঁদের ক্রিকেটার এবং কর্মীদের বেতন দেননি। এবার চরম পদক্ষেপ বাসচালকের।
advertisement
1/5

আবার শিরোনামে বাংলাদেশ ক্রিকেট, তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলের একটি দল দুর্বার রাজশাহির মালিকরা এখনও তাঁদের ক্রিকেটার এবং কর্মীদের বেতন দেননি।
advertisement
2/5
সেই নিয়ে টানাপড়েন চলছিলই। দলের মধ্যে সমস্যা আরও বাড়ল। টিমবাসের চালক মোহাম্মদ বাবুল বেতন না পেয়ে এবার বিরাট পদক্ষেপ নিলেন।
advertisement
3/5
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাসের চালক টাকা না পেয়ে ক্রিকেটারদের ব্যাগ ভিতরে আটকে তালা দিয়ে দেন। সেই ব্যাগের মধ্যে ব্যাট, প্যাড, গ্লাভস-সহ ক্রিকেটের সব সরঞ্জাম ছিল।
advertisement
4/5
ব্যাগ আটকে বাসচালক বলেন, তাঁর বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তিনি ক্রিকেটারদের কিটস ফেরত দেবেন না।টিম হোটেলের সামনে বাসচালক বলেন, “এটি দুঃখজনক এবং লজ্জাজনক। যদি আমাদের টাকা পেতাম, তাহলে ব্যাগ আটকাতাম না। এতদিন আমি মুখ খুলিনি, কিন্তু এখন বলছি”।
advertisement
5/5
তিনি আরও বলেন, “লোকাল এবং বিদেশি ক্রিকেটারদের কিট ব্যাগ বাসে রয়েছে, কিন্তু আমি দিতে পারছি না কারণ আমাদের বেতনের একটি বড় অংশ এখনও পাওনা আছে"।