Team India ball tampering case: হোয়াইটওয়াশের দিনই বল বিকৃতির অভিযোগ ভারতের বিরুদ্ধে! আম্পায়ারের সঙ্গে তর্ক, শাস্তি হতে পারে রোহিতদের কিপারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian cricket: নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এদিকে একই সময়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে বল বিতর্কে জড়াল ভারত এ। বর্ডার গাভাস্কার ট্রফির আগে তিন ম্যাচের আনঅফিশিয়াল সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ভারত।
advertisement
1/5

নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এদিকে একই সময়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে বল বিতর্কে জড়াল ভারত এ। বর্ডার গাভাস্কার ট্রফির আগে তিন ম্যাচের আনঅফিশিয়াল সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ভারত। Image: X/CricketopiaCom
advertisement
2/5
অনুশীলন ম্যাচেই বল বিকৃতির বিতর্ক তাড়া করে চলেছে ভারতকে। ম্যাচের সময়ে আম্পায়াররা ভারতীয় দলকে জানান বল বিকৃত করা হয়েছে বলে বলটি পাল্টে দেওয়া হল। প্রতীকী ছবি।
advertisement
3/5
আম্পায়ার কড়া ভাবে ভারতীয় খেলোয়ারদের জানান, বলে দাগ কাটলেই আমরা বল পাল্টে দেব। আর কোনও কথা নয়, চলো খেলি। প্রতীকী ছবি।
advertisement
4/5
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তখনই বিতর্কে জড়ান ঈশান কিষাণ। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “এটা খুবই বোকার মতো সিদ্ধান্ত”। প্রতীকী ছবি।
advertisement
5/5
এর পরেই ক্ষিপ্ত হন আম্পায়ার। ঈশানের ব্যবহারের সমালোচনা করেন। যদিও কী ভাবে ভারতীয় ক্রিকেটাররা বল বিকৃতি ঘটিয়েছে তা জানাননি আম্পায়াররা। এমনকী ৫ রান পেনাল্টিও হয়নি ভারতের বিরুদ্ধে। ঈশানকে সতর্ক করা হয় আম্পায়ারের পক্ষ থেকে। প্রতীকী ছবি।