হায় রে বাংলাদেশ! আর কোনওদিন বোলিং করতে পারবেন না শাকিব! বিরাট খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shakib al Hasan- আপাতত ইসিবি’র দেওয়া নিষেধাজ্ঞাই বহাল থাকছে। পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনও ধরণের পরীক্ষায় অংশ নিতে পারবেন না শাকিব।
advertisement
1/6

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পার করে ফেলছেন তিনি। এখনও নিয়মিত খেলে চলেছেন। বল হাতে বিপক্ষ দলের ব্যাটারকে ফাঁদে ফেলেন। কিন্তু এর আগে কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি শাকিব আল হাসানকে। সেই শাকিবের কেরিয়ারের গোধূলি লগ্নে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে গেল।
advertisement
2/6
বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয় বার দেওয়া পরীক্ষাতেও ফেল করেছেন শাকিব আল হাসান। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাও উতরাতে পারেননি শাকিব। আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এক বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে তাঁকে। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না শাকিব। তবে ব্যাটার হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন, জানিয়েছে বিসিবি।
advertisement
3/6
বাংলাদেশ তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে তিনি থাকেন দেশের বাইরে। ফলে এক বছর বাদে শাকিব আর ক্রিকেট খেলেন কি না তাই নিয়েই বড় প্রশ্ন রয়েছে। ফলে তাঁকে হয়তো আর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতেই দেখা যাবে না!
advertisement
4/6
গত বছরের সেপ্টেম্বরে সারে-র হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন শাকিব। সেখানেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ফলে ইংল্যান্ডে লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড শাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে।
advertisement
5/6
ওই ঘোষণার ফলে আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত এবং অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করার বৈধতা হারিয়েছিলেন শাকিব। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স-এ শাকিবের বোলিং অ্যাকশনের আরেকটি পর্যবেক্ষণ হয়। সেখানেও শাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া যায়।
advertisement
6/6
আপাতত ইসিবি’র দেওয়া নিষেধাজ্ঞাই বহাল থাকছে। পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনও ধরণের পরীক্ষায় অংশ নিতে পারবেন না শাকিব। এক বছর পর আবার পরীক্ষা দিয়ে তাঁকে সফল হতে হবে, তবেই আবার বল করতে পারবেন। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোন সংস্করণেই ব্যাটার হিসেবে খেলতে তার বাধা নেই, জানিয়েছে বিসিবি।