TRENDING:

Gossip: বিয়ের দুদিনের মধ্যেই এই কাণ্ড, সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়, আথিয়াকে নিয়ে জোর নিন্দা, রইল ফটো

Last Updated:
এই রূপ দেখেই নেটিজেনরা একেবারে রেগে আগুন৷ তাঁদের সোজা বক্তব্য বিয়ের রীতিনীতির কী কোনও মূল্যই নেই! সবই কী শুধু ফটোশ্যুটের জন্য৷
advertisement
1/8
বিয়ের ২দিনের মধ্যেই এই কাণ্ড,সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়,আথিয়াকে নিয়ে জোর নিন্দা
#কলকাতা: খুবই ঘটা করে রীতি মেনে বিয়ে সেরেছেন কেএল রাহুল এবং আথিয়া শেঠি৷
advertisement
2/8
তারপরেই একের পর এক ফটোশ্যুটের ছবি সামনে এসেছে৷ যা দেখে ফ্যানরা দারুণ খুশি হয়েছে৷
advertisement
3/8
কোনওটাতে আথিয়া- রাহুল আদরে, সোহাগে মাখামাখি৷ কোথাও আবার দুজনের গায়ে হলুদ , বিয়ের নানারকম রীতিনীতি৷
advertisement
4/8
কিন্তু এত কিছু সাজ ভারতীয় পোশাক. কপালে সিঁদুর, কোথাও আবার গলায় মঙ্গলসূত্র সবকিছুই কি শুধু ফটোশ্যুটের জন্য!
advertisement
5/8
কারণ বিয়ের ঠিক পরেই একদিন পার্লারের বাইরে আথিয়া শেঠিকে দেখা গিয়েছিল৷
advertisement
6/8
আরও একদিন নব দম্পতি ডিনারে গিয়েছিলেন, সেখানেই পাপারাৎজিদের হাতে ধরা পরেন আথিয়া শেঠি এবং কেএল রাহুল৷
advertisement
7/8
দুদিনই আথিয়া শেঠিকে একেবারে পাশ্চাত্য পোশাকে দেখতে পাওয়া যায়৷ না ছিল কোনও সিঁদুর, না ছিল কোনও মঙ্গলসূত্র৷
advertisement
8/8
এই রূপ দেখেই নেটিজেনরা একেবারে রেগে আগুন৷ তাঁদের সোজা বক্তব্য বিয়ের রীতিনীতির কী কোনও মূল্যই নেই! সবই কী শুধু ফটোশ্যুটের জন্য৷
বাংলা খবর/ছবি/খেলা/
Gossip: বিয়ের দুদিনের মধ্যেই এই কাণ্ড, সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়, আথিয়াকে নিয়ে জোর নিন্দা, রইল ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল