TRENDING:

Astro Prediction on World Cup Final: সেমিফাইনালে ভারতের খেল খতম, পাকিস্তান জ্যোতিষীর চমকদার দাবি

Last Updated:
Astro Prediction on World Cup Final: পাকিস্তানের বিখ্যাত  অ্যাস্ট্রোলজার আলি জানজানি এক পাক চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন৷ সেমিফাইনাল ও ফাইনাল এত সহজ হবে না ভারতীয় ক্রিকেট দলের৷
advertisement
1/5
সেমিফাইনালে ভারতের খেল খতম, পাকিস্তান জ্যোতিষীর চমকদার দাবি
Astro Prediction on World Cup Final:  অ্যাস্ট্রো টিপসে যেখানে সকলেই ভারতের পক্ষে বাজি লাগাচ্ছেন, সেখানে পাকিস্তানের স্বস্তি নেই৷ কিন্তু ভারত কীভাবে এই পারফরম্যান্স দিচ্ছে তা নিয়ে পাকিস্তানে নানারকমের অভিযোগ তুলেছে৷ কখনও আলাদা বলে খেলানোর অভিযোগ৷ এই অবস্থায় পাকিস্তানি জ্যোতিষী ফের একবার বিস্ফোরক দাবি করেছেন৷
advertisement
2/5
পাকিস্তানের বিখ্যাত  অ্যাস্ট্রোলজার আলি জানজানি এক পাক চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন৷ সেমিফাইনাল ও ফাইনাল এত সহজ হবে না ভারতীয় ক্রিকেট দলের৷
advertisement
3/5
তাঁর সোজাসাপ্টা দাবি যে দল প্রাথমিক পর্বে ভাল খেলেছে তাদের নক আউটে গ্রহের অবস্থানে হেরফের হবে ৷ ফলে হয় সেমিফাইনাল নয় ফাইনালে কোথাও একটা পদস্খলন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
advertisement
4/5
এদিকে ভারতের বিভিন্ন জ্যোতিষীরা কিন্তু এই মতের থেকে সম্পূর্ণ ভিন্ন মত। তাঁদের মতে ভারতের এখন ভালই সময় যাবে। বিশেষত অধিনায়ক রোহিত শর্মার জন্মপঞ্জিকা অনুযায়ী তাঁর দারুণ সময় যাচ্ছে। এদিকে এখনও এরকম পরিস্থিতি রয়েছে যেখানে ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 
advertisement
5/5
পাকিস্তানি অ্যাস্ট্রোলজার নিজের বক্তব্য সরাসরি বলেছেন ভারতের জন্য সেমিফাইনাল, ফাইনালে বাধা রয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Astro Prediction on World Cup Final: সেমিফাইনালে ভারতের খেল খতম, পাকিস্তান জ্যোতিষীর চমকদার দাবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল