Arun Lal Wedding: তসরের পাঞ্জাবি-লাল কোটে উজ্জ্বল লালজী, সাত পাকে বাঁধা পড়লেন অরুণ-বুলবুল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Arun Lal Wedding: সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল ৷ পাত্রী ৩৭ বছরের ইংরেজি শিক্ষিকা বুলবুল সাহা ৷
advertisement
1/6

সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল ৷ পাত্রী ৩৭ বছরের ইংরেজি শিক্ষিকা বুলবুল সাহা ৷ Story: Eeron Roy Barman
advertisement
2/6
রিসেপশনের ছবি
advertisement
3/6
অরুণ লালের বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
advertisement
4/6
রিসেপশনে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধি ৷ এসেছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সিএবি কর্তারাও ৷
advertisement
5/6
বিয়ের আমন্ত্রিতদের জন্য ছিল এলাহি ভোজের ব্যবস্থা ৷
advertisement
6/6
রেজিস্ট্রি অনুষ্ঠানে অরুণ লাল এবং বুলবুল দু’জনের নাম লেখা বিশেষ কেক তৈরি হয় ৷ ওই অনুষ্ঠানে দু’জনেই সাদা রঙের পোশাক পরেছিলেন ৷ লাল গোলাপের মালায় দেখা যায় পাত্র-পাত্রীকে ৷