Brazil vs Argentina: মারাকানায় ধুন্ধুমার কাণ্ড! সমর্থকদের উপর লাঠিচার্জ পুলিশের, ব্রাজিলকে ০-১ গোলে হারাল আর্জেন্টিনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Argentina win Against Brazil: চড়া মেজাজের ম্যাচে লাল কার্ড দেখেন ব্রাজিলের জোয়েলিনটন। ৬৩ মিনিটে জয়সূচক গোল আর্জেন্টিনার ওটামেন্ডির।
advertisement
1/6

বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় ম্যাচ ব্রাজিলকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। চড়া মেজাজের ম্যাচে লাল কার্ড দেখেন ব্রাজিলের জোয়েলিনটন। ৬৩ মিনিটে জয়সূচক গোল আর্জেন্টিনার ওটামেন্ডির। এদিন ম্যাচ শুরুর আগে মারাকানা স্টেডিয়ামে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকরা। Photo: AP
advertisement
2/6
নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পরে ম্যাচ শুরু হয়। নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচাতে গ্যালারির দিকে এগিয়ে যান মেসি-সহ আর্জেন্টিনা দল। আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ নিরাপত্তারক্ষীদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন। Photo: AP
advertisement
3/6
ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা, রীতিমতো হাতাহাতি, পুলিশের লাঠিচার্জ, যার জেরে পিছিয়ে যায় ম্যাচ। আর্জেন্তিনার সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ‘খেলবেন না’ বলে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। Photo: AP
advertisement
4/6
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে। Photo: AP
advertisement
5/6
চমকে দেওয়ার মতো ঘটনাই এদিন ঘটে মারাকানায়। ধুন্ধুমার কাণ্ড বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে। Photo: AP
advertisement
6/6
নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত আর্জেন্টাইন সমর্থকদের বাঁচাতে মাঠ ছেড়ে গ্যালারির দিকে এদিন এগিয়ে যান লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা দল। Photo: AP