Viral News: শেষমেশ অনুষ্কার ব্যবহার করা পুরনো শাড়ি পরে বিয়েবাড়িতে, নেটদুনিয়া তুলকালাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গিয়েছিলেন এই অনুষ্ঠানে৷ ফ্যাফ ডু প্লেসিস এবং তাঁর বউ ইমরি গিয়েছিলেন৷
advertisement
1/6

#মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে জবরদস্ত বিয়ের বাড়ি সেলিব্রেট করে নিয়েছে৷ গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ফার্মাসিস্ট বউ ভিনি রামন বিয়ে করে নিয়েছেন আইপিএল চলাকালীন৷ রামন তামিল পরিবারের থেকে তাই বিয়েতে বর-বউ দুজনেই ভারতীয় ট্র্যাডিশানাল পোশাক পরেছিলেন৷ তাঁদের বিয়ের কার্ডও ছিল ট্র্যাডিশানাল তামিল স্টাইলে৷ সেটাও ভাইরাল হয়ে যায়৷ এবার ফের একবার তাঁদের রিসেপশন নিয়ে ভাইরাল খবর হল৷ এবার ভাইরাল হল কার শাড়ি কে পরেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম৷ Photo Courtesy- Instagram #মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে জবরদস্ত বিয়ের বাড়ি সেলিব্রেট করে নিয়েছে৷ গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ফার্মাসিস্ট বউ ভিনি রামন বিয়ে করে নিয়েছেন আইপিএল চলাকালীন৷ রামন তামিল পরিবারের থেকে তাই বিয়েতে বর-বউ দুজনেই ভারতীয় ট্র্যাডিশানাল পোশাক পরেছিলেন৷ তাঁদের বিয়ের কার্ডও ছিল ট্র্যাডিশানাল তামিল স্টাইলে৷ সেটাও ভাইরাল হয়ে যায়৷ এবার ফের একবার তাঁদের রিসেপশন নিয়ে ভাইরাল খবর হল৷ এবার ভাইরাল হল কার শাড়ি কে পরেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম৷ Photo Courtesy- Instagram
advertisement
2/6
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গিয়েছিলেন এই অনুষ্ঠানে৷ ফ্যাফ ডু প্লেসিস এবং তাঁর বউ ইমরি গিয়েছিলেন৷ এবার নেটিজেনদের চোখ আটকায় ইমরির শাড়িতে৷ ডুপ্লেসিসের বউ একটি সবুজ রঙের চান্দেরি শাড়ি পরেছিলেন৷ নেটিজেনদের তদন্ত অনুযায়ি এটি অনুষ্কা শর্মার একটি বহু পুরনো শাড়ি! Photo Courtesy- Instagram
advertisement
3/6
মাখন ত্বকে সবুজ রঙের সি থ্রু জরির কাজ করা চান্দেরি শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন ইমরি৷ অনেকেই তাঁর প্রশংসা করলেও অনেকেই দাবি করেন অনুষ্কা শর্মার পুরনো শাড়ি পরে তিনি বিয়ে বাড়িতে এসেছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
4/6
নেটিজেনদের দাবি প্রিয়দর্শনি অ্যাকাডেমি গ্লোবাল অ্যাওয়ার্ড মুম্বই ২০১৮ তে এই একদম এক শাড়ি পরেছিলেন অনুষ্কা শর্মা৷ Photo Courtesy- Instagram
advertisement
5/6
একাধিক ফ্যান সরাসরি ইমরির অ্যাকাউন্টে গিয়ে লিখে আসেন কেন তিনি অনুষ্কার পরা পুরনো শাড়ি আবার পরেছেন৷ এদিকে এই অনুষ্ঠানে ফ্যাফ ডু প্লেসিস কালো কুর্তা পায়জামা পরেছিলেন৷ Photo Courtesy- Instagram
advertisement
6/6
ফ্যাফের স্ত্রী শাড়ি পরলেও চাকদা এক্সপ্রেস পিঙ্ক কালারের স্যুট পরেছিলেন৷ বিয়েতে বিরাট কোহলি ও আন্তবা গানে নাচ করা৷ Photo Courtesy- Instagram