TRENDING:

Andre Russell Wife: কলা বাগানের মধ্যে আন্দ্রে রাসেলের বউ! ফটোতে দেদার বাংলা কমেন্ট,রইল ফটো

Last Updated:
Andre Russell Wife: রাসেলের হাল এমনই যে এখন প্লেয়িং ইলেভেনে তাঁর থাকা নিয়েও নানা মহলে উঠছে প্রশ্ন। তবে মিসেস রাসেলের জনপ্রিয়তায় কোনও ভাঁটা তো নেই বরং সেখানে ফ্যানদের প্রেমের জোয়ার।
advertisement
1/10
কলা বাগানের মধ্যে আন্দ্রে রাসেলের বউ! ফটোতে দেদার বাংলা কমেন্ট,রইল ফটো
সময়টা মোটেই ভাল যাচ্ছে না কেকেআরের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের৷ মাসেল রাসেল উপাধি হারাতে বসেছেন এই অলরাউন্ডার৷ এ যেন কোথায় মাসেল আর কোথায় বা রাসেল৷ পাঁচটি আইপিএল ম্যাচ খেলে প্রথম ম্যাচ থেকে ধরলে তাঁর স্কোর যথাক্রমে ৩৫,০,১,৩, ২১*৷ বল হাতে প্রথম তিনটি ম্যাচে কেরামতি দেখাতে সুযোগই পাননি৷ শেষ দুটি ম্যাচের একটিতে ৩ উইকেট এবং কেকেআর বনাম মুম্বই ম্যাচে ০ উইকেট৷
advertisement
2/10
এই বাজারে রাসেল ফ্যানরা আর কী করেন ফের একবার রাসেলের সুন্দরী স্ত্রী-র হট ছবি ভাইরাল করার দিকেই মন দিচ্ছেন৷
advertisement
3/10
আন্দ্রে রাসেলের স্ত্রী-র নাম জেসমি লরা৷ তাঁর রূপ যৌবনের খবর রাখেন না এমন ক্রিকেট ফ্যান বড় একটা নেই বললেই চলে৷
advertisement
4/10
আন্দ্রে রাসেলের ব্যাট এখন কলা পাতার মতোই লতপত করছে আর তাঁর হট স্ত্রী নিজের মেয়েকে নিয়ে কলাবাগান থেকে জমাটি ছবি পোস্ট করছেন৷
advertisement
5/10
একদিন আগে নিজের ফেসবুক পেজ থেকে এই কলাবাগানের ছবি পোস্ট করেছেন জেসমি। আর সকলেই ধরে নিয়েছেন এটা বাংলায় তোলা ছবি আর বাংলায় ফ্যানেদের কমেন্টের জোয়ারে ভেসে যাচ্ছেন রাসেলে অর্ধাঙ্গিনী।
advertisement
6/10
এমনিতেই উদাত্ত প্রকৃতির মধ্যে উন্মুক্ত যৌবন মেলে ধরেন আন্দ্রে রাসেলের স্ত্রী।
advertisement
7/10
তাঁর একের পর এক ছবি চিরকালই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।
advertisement
8/10
তাঁর আওয়ার গ্লাস শেপের শরীর ঝড় তোলে না এমন মন বোধ হয় খুঁজে পাওয়াই দায়।
advertisement
9/10
রাসেলের ব্যাটে রান খরার বাজারে স্ত্রী জেরমির সৌন্দর্য্যই বোধহয় তাঁর শেষ ভরসা।
advertisement
10/10
রাসেলের হাল এমনই যে এখন প্লেয়িং ইলেভেনে তাঁর থাকা নিয়েও নানা মহলে উঠছে প্রশ্ন। তবে মিসেস রাসেলের জনপ্রিয়তায় কোনও ভাঁটা তো নেই বরং সেখানে ফ্যানদের প্রেমের জোয়ার।
বাংলা খবর/ছবি/খেলা/
Andre Russell Wife: কলা বাগানের মধ্যে আন্দ্রে রাসেলের বউ! ফটোতে দেদার বাংলা কমেন্ট,রইল ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল