TRENDING:

Bollywood Gossip :মাখোমাখো প্রেম, বিয়েও ঠিক! জাদেজা-মাধুরীর বিয়ে ভাঙে একটাই কারণে, শুনলে অবাক হবেন আপনিও

Last Updated:
Ajay Jadeja-Madhuri Dixit- বলিউডের 'ধক-ধক গার্ল' মাধুরী দীক্ষিত এবং মালয়ালি মায়ের ছেলে, ক্রিকেটার অজয় জাদেজার। ৯০-এর দশকে এই প্রেম কাহিনি বেশ আলোচিত ছিল।
advertisement
1/7
মাখোমাখো প্রেম, বিয়েও ঠিক! জাদেজা-মাধুরীর বিয়ে ভাঙে একটাই কারণে...
বলিউড এবং ক্রিকেটের সম্পর্ক বছরের পর বছর ধরে অটুট থেকে গেছে। যখন কোনও ক্রিকেটার খ্যাতির শিখরে পৌঁছয়, তখন তাঁর কাছে সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব আসা একেবারেই স্বাভাবিক হয়ে যায়। এই প্রথা বহু দশক ধরে চলে আসছে। অনেক সময় এই দুই জগতের তারকাদের নাম একসঙ্গে শিরোনামে উঠে আসে এবং এর পেছনে নানা কারণ থাকে। বলিউডের অনেক সুন্দরী অভিনেত্রী রয়েছেন, যাঁরা ক্রিকেটারদের প্রেমে পড়েছেন। তেমনি একটি গল্প হল বলিউডের 'ধক-ধক গার্ল' মাধুরী দীক্ষিত এবং মালয়ালি মায়ের ছেলে, ক্রিকেটার অজয় জাদেজার। ৯০-এর দশকে এই প্রেম কাহিনি বেশ আলোচিত ছিল।
advertisement
2/7
মাধুরী দীক্ষিত এবং অজয় জাদেজার প্রেম কাহিনি শুরু হয় তখন, যখন দুজনেই নিজেদের কেরিয়ারের শিখরে ছিলেন। সময়টা ছিল ১৯৯০-এর দশক। একটি ফটোশুটের সময় তাঁদের প্রথম দেখা হয় এবং সেখান থেকেই তাঁদের মধ্যে ভালবাসার সূচনা হয়। সেই সময় অজয় জাদেজা বলিউডে প্রবেশের চেষ্টা করছিলেন। মাধুরী দীক্ষিত নিজের সিনেমাজগতের প্রভাব ব্যবহার করে অজয়ের জন্য সুযোগ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অজয়ের কেরিয়ার তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।
advertisement
3/7
অজয় জাদেজা গুজরাতের নওয়ানগর রাজপরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মা শান কেরালার আলাপ্পুঝা জেলার মুহাম্মা পুথনঙ্গড়ি এলাকার বাসিন্দা ছিলেন। দিল্লিতে চাকরির সময় শান-এর সঙ্গে অজয়ের বাবা দৌলত সিংয়ের পরিচয় হয় এবং পরে দুজনে বিয়ে করেন। ৯০-এর দশকে অজয় জাদেজা ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ক্রিকেটারদের একজন।
advertisement
4/7
অন্যদিকে মাধুরী দীক্ষিত বলিউডে ৩৫ বছরের দুর্দান্ত কেরিয়ারে নিজের একটি অটুট স্থান তৈরি করেছেন। মাধুরী ‘খলনায়ক’, ‘তেজাব’, ‘দেবদাস’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘দিল’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন।
advertisement
5/7
১৯৯৯ সালে মাধুরী দীক্ষিত ডঃ শ্রীরাম নেনে-র সঙ্গে বিয়ে করেন এবং এরপর তিনি আমেরিকায় চলে যান। ২০০৩ সালে তাঁদের বড় ছেলে আরিন এবং ২০০৫ সালে ছোট ছেলে রায়ানের জন্ম হয়।বিয়ে এবং সন্তানদের জন্মের পরেও মাধুরীর সৌন্দর্য ও অভিনয়ের প্রশংসা আজও হয়। ৯০-এর দশকে তিনি ছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন। এছাড়াও, তিনি একজন প্রশিক্ষিত কথক নৃত্যশিল্পী।
advertisement
6/7
প্রেম এগোচ্ছিল ঠিকঠাক। প্রায় বিয়ে পাকা হয়েছিল দুজনের। ১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ। তার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। অনেকে জানেন না, একটা সময় মাধুরীর সঙ্গে জাদেজার বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল।
advertisement
7/7
শোনা যায়, জাদেজার কলঙ্ক নিজের মাথায় নিতে চাননি মাধুরী। তাই নিজেই ভেঙে দেন সম্পর্ক। প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়ে যাওয়া সম্পর্ক ভেঙে যায় আচমকাই। মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে নেন মাধুরী। ওদিকে অজয়ও বিয়ে করেন তাঁর ছোটবেলার বন্ধু অদিতি জেটলিকে, তিনি আবার রাজনীতিবিদ জয়া জেটলি ও অশোক জেটলির মেয়ে।
বাংলা খবর/ছবি/খেলা/
Bollywood Gossip :মাখোমাখো প্রেম, বিয়েও ঠিক! জাদেজা-মাধুরীর বিয়ে ভাঙে একটাই কারণে, শুনলে অবাক হবেন আপনিও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল