TRENDING:

'আমার বক্ষযুগল দেখা পুরুষদের জন্য স্বাস্থ্যকর', নতুন বছরে অদ্ভূত 'হেলথ টিপস' সেক্সিয়েস্ট গল্ফারের

Last Updated:
বিশ্বের অন্যতম সুন্দরীর গল্ফার বলেই পরিচিতি আমেরিকার পেইজ স্পিরান্যাক। মডেলিং দুনিয়াতেও তার যথেষ্ট খ্যাতি। এবার নতুন বছরে ঝড় তুলল পেইজ স্পিরান্যাকের হেলথ টিপস।
advertisement
1/6
'আমার বক্ষযুগল দেখা পুরুষদের জন্য স্বাস্থ্যকর', অদ্ভূত 'হেলথ টিপস' এই গল্ফারের
মার্কিন গল্ফার ও মডেল পেইজ স্পিরানাকের নাম অনেকেরই জানা। তাকে অবনেকেই বিশ্বের হট অ্যান্ড সেক্সি গল্ফারের তকমা দিয়েছেন অনেকেই। তাঁর রূপ ও যৌবন ঘায়েল করে পুরুষদের।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় পেইজ স্পিরান্যাক। মডেল হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তার। লাস্যময়ী গল্ফারকে ইনস্টাগ্রামে ৩.৭ মিলিয়ন মানুষ ফলো করেন। তার এক একটি ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তোলে।
advertisement
3/6
নিজের হট অবতারেও একাধিক ছবি নেট দুনিয়ায় শেয়ার করে থাকেন পেইজ স্পিরান্যাক। বিকিনি পরিহিত নানা ছবি ঘায়েল করে পুরুষ হৃদয়কে। এবার নতুন বছরে পুরুশদের জন্য অদ্ভূত হেলথ টিপস দিয়ে শিররোনামে মার্কিন গল্ফার।
advertisement
4/6
স্পিরান্যাক বলেছেন,'২০২৩-এর হেলথ গোলসের জন্য তাঁকেই ফলো করা উচিত। 'জার্মানির এক সমীক্ষা বলছে যে, মহিলাদের স্তনের দিকে ১০ মিনিট তাকিয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভালো। জিমে যাওয়ার চেয়েও যা এগিয়ে। আমার বক্ষযুগল এর জন্য আদর্শ।'
advertisement
5/6
এছাড়াও স্পিরান্যাক বলেছেন, 'আমার স্তন একদম আসল। এবং তা দর্শনীয়। আমি ব্রা পরলে, স্পোর্টস ব্রা পরাই পছন্দ করি। তাহলে একটু ছোট দেখায়। ছেলেরা আমার স্তন দেখে বিভ্রান্ত হয়ে যায়। এটা আমার দারুণ লাগে।'
advertisement
6/6
প্রসঙ্গত, ২০১৬ সালে পেশাদার গল্ফ ছাড়লেও তিনি গল্ফ কোর্ট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। বর্তমানে পেইজ স্পিরান্যাক মডেল, গল্ফ ইনফ্লুয়েন্সার এবং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। তবে নতুন বছরে লাস্যময়ী গল্ফারের হেলথ টিপস ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
বাংলা খবর/ছবি/খেলা/
'আমার বক্ষযুগল দেখা পুরুষদের জন্য স্বাস্থ্যকর', নতুন বছরে অদ্ভূত 'হেলথ টিপস' সেক্সিয়েস্ট গল্ফারের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল