রিয়াধে রাজকীয় হোটেল অস্থায়ী ঠিকানা রোনাল্ডোর, ভাড়া ও ব্যবস্থাপনা জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
Last Updated:
বিপুল টাকার বিনিময়ে মরসুমের মাঝে আল নাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নিয়েছে। রোনাল্ডোর জন্য রাজকীয় থাকার ব্যবস্থা করা হয়েছে সৌদি আরবের ক্লাবের পক্ষ থেকে।
advertisement
1/5

রিয়াধে রাজকীয় হোটেল অস্থায়ী ঠিকানা রোনাল্ডোর, ভাড়া ও ব্যবস্থাপনা জানলে অবাক হবেন
advertisement
2/5
রোনাল্ডোকে যেমন রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়েছে আল নাসেরের তরফ থেকে ঠিক তেমনই রাজকীয় এলাহি হোটলে থাকার ব্যবস্থা করা হয়েছে। রিয়াধে রোনাল্ডোকে রাখা হয়েছে ‘ফোর সিজন্স’ হোটেলের কিংডম টাওয়ারে।
advertisement
3/5
সৌদি আরবে অন্যতম সেরা হোটেল এটি। রিয়াধের অন্যতম সেরা স্যুটে রাখা হয়েছে তাঁকে। রোনাল্ডো ছাড়াও তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্যে রয়েছে আরও ১৬টি ঘর। রোনাল্ডো যে ঘরে থাকছেন, সেটির আয়তন তিন হাজার ফুট। রোনাল্ডোর ঘরের পাশেই রয়েছে ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম এবং মিডিয়া রুমও।
advertisement
4/5
রোনাল্ডোর ঘর থেকে গোটা রিয়াধ শহর দেখা যায়। সৌদি আরবের অন্যতম সেরা উঁচু বাড়ি এই হোটেলের। খাবারেও থাকছে বৈচিত্র। চিন, জাপান, মধ্যপ্রাচ্য, এমনকী চাইলে ভারতের খাবারও খেতে পারেন রোনাল্ডো। তবে রোনাল্ডো ডায়েট অনুযায়ীই খাবার খাচ্ছেন।
advertisement
5/5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হোটেল ভাড়া জানলেও অবাক হবেন। প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার পাউন্ড। ভারতীয় টাকায় যা আড়াই কোটি টাকারও বেশি। তবে এটি রোনাল্ডো অস্থায়ী ঠিকানা। একমাসের জন্য এই হোটেল ভাড়া নেওয়া হয়েছে। রোনাল্ডোর স্থায়ী ঠিকানার খোঁজ চলছে।