IND vs PAK: দুবাইতে অভিষেকের ব্যাটে মরু ঝড়! পাকিস্তান বোলারদের 'কচুকাটা' করলেন নতুন শর্মাজি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025, IND vs PAK: দুবাইয়ের উইকেটে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট চ্যালেঞ্জিং হবে মনে করেছিল তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে ভুল প্রমাণ করলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।
advertisement
1/6

দুবাইয়ের উইকেটে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট চ্যালেঞ্জিং হবে মনে করেছিল তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে ভুল প্রমাণ করলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।
advertisement
2/6
বিশেষ করে বলতে হয় বর্তমানে বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মার কথা। ইনিংসের প্রথম বলেই পাকিস্তানের প্রধান বোলার শাহিন আফ্রিদিকে ছয় মেরে রান চেজ শরু করেন।
advertisement
3/6
এরপর সময় যত এগিয়েছে রানের গতিবেগ ততই বাড়িয়েছেন অভিষেক। উল্টো দিকে ক্লাসিক ব্যাটিং করেন শুভমান গিলও। দুই পঞ্জাব দ্য পুত্তর মিলে পাকিস্তান বোলারদের নিয়ে ছেলেখেলা করে।
advertisement
4/6
অভষেক শর্মা একের পর এক মারকাটারি শট খেলতে থাকে পাকিস্তান বোলারদের। চোখ ধাঁধানো শট খেলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা। ২৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা।
advertisement
5/6
হাফ সেঞ্চুরির সময় ৪টি ছয়ও ৪টি মারেন অভিষেক শর্মা। ৮.৪ ওভারেই শুভমান গিল ও অভিষেক শর্মা মিলে শতরানের পার্টনারশিপ পরণ করে ফেলেন। যা এশিয়া কাপে দ্রুততম। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে করা ভারতের দ্রুততম ১০০ রানের জুটি।
advertisement
6/6
শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন অভিষেক শর্মা। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তাঁর ইনিংস। ভারতের জয় কার্যত নিশ্চিত করার পরই সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের নতুন শর্মাজি।