Abhishek Sharma: এতদিন যা পারেনি কোনও ভারতীয় ব্যাটার, সেই মহারেকর্ড এবার গড়লেন অভিষেক শর্মা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma Creates History Becomes 1st Indian Cricketer To: ভারতের উদীয়মান তারকা ব্যাটার অভিষেক শর্মা আবারও প্রমাণ করলেন টি–টোয়েন্টি ক্রিকেটে কেন তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে পয়লা নম্বরে রয়েছেন। শনিবার, ৬ ডিসেম্বর তিনি টি-২০ ক্রিকেটে আরও এক ইতিহাস গড়লেন।
advertisement
1/6

ভারতের উদীয়মান তারকা ব্যাটার অভিষেক শর্মা আবারও প্রমাণ করলেন টি–টোয়েন্টি ক্রিকেটে কেন তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে পয়লা নম্বরে রয়েছেন। শনিবার, ৬ ডিসেম্বর তিনি টি-২০ ক্রিকেটে আরও এক ইতিহাস গড়লেন।
advertisement
2/6
এক বছরে টি–টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নজির গড়লেন অভিষেক শর্মা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ–সি ম্যাচে পঞ্জাব ও সার্ভিসেসের ম্যাচে এই বিরল মাইলফলক স্পর্শ করেন তিনি।
advertisement
3/6
হায়দরাবাদে আয়োজিত ম্যাচে অভিষেক চমৎকার আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৩৪ বলে ৮ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬২ রানের ইনিংসে দ্বিতীয় ছক্কা মারার পরই চলতি বছরের ১০০তম ছক্কার মালিক হন অভিষেক।
advertisement
4/6
আন্তর্জাতিক ক্রিকেটেও সমানভাবে আলো ছড়াচ্ছেন অভিষেক। এ বছর ভারতের হয়ে ১৭ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি হাঁকিয়েছেন ৪৭টি ছক্কা। তার ব্যাটিং স্টাইলে শক্তি, টাইমিং ও আক্রমণাত্মক মনোভাব একসঙ্গে মিলে তাকে দলীয় পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে।
advertisement
5/6
আইপিএল ২০২৫-এও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে অভিষেকের ছক্কার সংখ্যা ২৮, যা তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ। পাশাপাশি চলতি মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ম্যাচে তিনি ২৬টি ছক্কা হাঁকিয়েছেন।
advertisement
6/6
সব মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ৩৭ টি–টোয়েন্টি ম্যাচ খেলে অভিষেকের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০১। এই রেকর্ড শুধু তার ব্যক্তিগত উত্থানই নয়, ভারতীয় টি–টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন যুগেরও বার্তা দিচ্ছে।