স্বপ্ন ভেঙে চুরমার পাঁচ তরুণ তুর্কি ক্রিকেটারের! এশিয়া কাপে বাদ মানেই কি টি টোয়েন্টি বিশ্বকাপেও কাঁচি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team: পারফর্ম করেও যখন দলে সুযোগ পাওয়া যায় না তখন স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়৷
advertisement
1/8

#মুম্বই: এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গেছে৷ নির্বাচন কমিটি রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদদস্যের দল বেছে নিয়েছে৷ টুর্নামেন্ট ২৭ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷ (Instagram)
advertisement
2/8
আগামী সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দল নিজেদের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলিকে এবং কেএল রাহুলকে ফিরিয়েছে৷ কেএল রাহুল দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন৷ (Instagram)
advertisement
3/8
এছাড়া এই সময়ে দারুণ ফর্মে থাকা বেশ কিছু ক্রিকেটারকে এশিয়া কাপের জন্য বেছে নেওয়া দলে জায়গা দেওয়া হয়নি৷ ওয়াকিবহাল সূত্রে মনে করা হচ্ছে এশিয়া কাপে যাঁদের নাম রাখা হয়নি তাঁরা সম্ভবত টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাবেন না৷ (AP)
advertisement
4/8
টিম ইন্ডিয়ার ২৭ বছরের ক্রিকেটার শ্রেয়স আইয়ার এশিয়া কাপের জন্য নির্বাচিত হননি৷ তাঁকে এশিয়া কাপের জন্য স্ট্যান্ডবাই দলে রাখা হয়েছে৷ এমন মনে করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে নির্বাচকরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না৷ (Instagram)
advertisement
5/8
এশিয়া কাপের ২০২২নির্বাচকরা উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের ওপর ভরসা রেখেছে৷ ওয়েস্টইন্ডিজ সফরে দারুণ পারফর্ম করা সঞ্জু স্যামসনকে মনে ধরেনি নির্বাচকদের৷ (AFP)
advertisement
6/8
এশিয়া কাপ ২০২২ -র জন্য নির্বাচকরা অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, দীপক হুডার ওপর ভরসা রাখছেন৷ অন্যদিকে ওয়েস্টইন্ডিজ সফরে ব্যাট বল দুটোতেই ভাল পারফর্ম করা অক্ষর প্যাটেলেকেও দলে কাঁচি করে দেওয়া হয়েছে৷ এমনটাই তাই ইঙ্গিত তাঁর টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকার সুযোগ বেশ কম৷ (Indian cricket team instagram)
advertisement
7/8
এশিয়া কাপের দলের জন্য ব্যাটসম্যান হিসেবে রোহিত ও কেএল রাহুলের ওপরেই ভরসা করা হয়েছে৷ অন্যদিকে তরুণ তুর্কি ঈশান কিষাণকেও দলে রাখার কথা ভাবেনি নির্বাচকরা৷ এমনটাই মনে করা হচ্ছে যে এই পরিস্থিতিতে তিনিও কার্যত অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের বাইরে৷ (PTI)
advertisement
8/8
এশিয়া কাপের জন্য কুলদীপ যাদবকেও দলে রাখেননি৷ ফলে তাঁরও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর সম্ভবনাও প্রায় নেই বললেই চলে৷ (Kuldeep Yadav Instagram)