KKR News: কেকেআরের প্রথম জয়ের ৫ নায়ক, যারা স্বপ্ন দেখাচ্ছে আইপিএল জয়ের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Hero Of KKR Kolkata Knight Riders Against Sunrisers Hyderabad in IPL 2024: রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে জয় দিয়ে মরশুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং জয়ের গ্রাস প্রায় কেড়ে নিয়েছিল। শেষ ওভারে বাজিমাত করে কেকেআর।
advertisement
1/7

রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে জয় দিয়ে মরশুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং জয়ের গ্রাস প্রায় কেড়ে নিয়েছিল। শেষ ওভারে বাজিমাত করে কেকেআর। ইডেনে কেকেআরের জয়ের পিছনে ৫ সুপার পারফরমার রয়েছে। জেনে নিন তাদের অবদান। (Photo Courtesy- KKR X)
advertisement
2/7
আন্দ্রে রাসেল: চাপের মুহূর্তে বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরকে ম্যাচে ফেরান আন্দ্রে রাসেল। বেশ কয়েক মরশুম পর পুরনো আন্দ্রে রাসেলকে দেখল ইডেন। রাসেলের ব্যাটে ভর করেই ২০০-পার করে কেকেআর। ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। (Photo Courtesy- KKR X)
advertisement
3/7
ফিল সল্ট: কেকেআরের জার্সিতে অভিষেকেই নজর কাড়লেন ফিল সল্ট। টপ অর্ডারের ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সল্ট। অর্ধশতরান করেন তিনি। ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সল্ট। (Photo Courtesy- KKR X)
advertisement
4/7
রমনদীপ সিং: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে নজর কাড়েন রমনদীপ সিংও। ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যা কেকেআরের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান। ৪টি ছয় ও ১টি চার মারেন নিজের ছোট অথচ কার্যকরী ইনিংসে। (Photo Courtesy- KKR X)
advertisement
5/7
সুনীল নারিন: কেকেআরের জয়ে সুনীল নারিনের অবদান মানতেই হবে। কারণ যেখানে সব বোলাররা রান দিয়েছেন, সেখানে নারিন একমাত্র আঁটোসাঁটো বোলিং করেছেন। নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। (Photo Courtesy- KKR X)
advertisement
6/7
হর্ষিত রানা: প্রথম ম্যাচে প্রবল চাপের মুহূর্তে শেষ ওভার বোলিং করে কেকেআরের জয়ের নায়ক হয়ে উঠেছেন হর্ষিত রানা। সেট হেনরিক ক্লাসেন ও শাহবাজ আহমেদকে আউটও করেন তিনি। এছাড়া ম্যাচে কেকেআরের সবথেকে ইকোনমিক্যাল বোলারও হর্ষিত। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। (Photo Courtesy- KKR X)
advertisement
7/7
সূয়াশ শর্মার ক্যাচ: কেকেআরের জয়ে আরও একজনের কথা না বললেও নয়, তিনি হলেন সূয়াশ শর্মা। শেষ ওভারে শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে পিছন দিকে দৌড়ে ক্লাসেনের যে ক্যাচ সূয়াশ ধরেছেন, সেটাই কেকেআরের জয়ের ভাগ্য সুনিশ্চিত করে দিয়েছিল। (Photo Courtesy- KKR X)