TRENDING:

T20 World Cup Anniversary: ২৯ জুন, গত বছর আজকের দিনে কী হয়েছিল মনে আছে? ভারতীয় ক্রিকেটে বিরাট ঘটনা

Last Updated:
Team India- ২০২৪ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা ২৫৭ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৬.৭০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
advertisement
1/6
২৯ জুন, গত বছর আজকের দিনে কী হয়েছিল মনে আছে? ভারতীয় ক্রিকেটে বিরাট ঘটনা
২৯ জুন, ২০২৪। অর্থাৎ আজ থেকে ঠিক এক বছর আগে আজকের দিনে কী হয়েছিল মনে আছে? ভারতীয় ক্রিকেট সমর্থক হলে আপনার মনে রাখার কথা। কারণ ওই দিনে বিশ্বজয় করেছিল টিম ইন্ডিয়া। আজ সেই ঘটনারই বর্ষপূর্তি।
advertisement
2/6
সেদিন ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। ১৩ বছর পর আইসিসি ট্রফির খরা কাটে ভারতের। তাই সেই জয় ভারতীয় দলের কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল। তার পর এই জয় ছিল ক্ষতে প্রলেপের মতো।
advertisement
3/6
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে কার্যত অন্যতম সেরা পারফরমার ছিলেন রোহিত শর্মা। ২০২৪ টি-২০ বিশ্বকাপে শুরু থেকেই তিনি খেলেছিলেন আগ্রাসী মনোভাব নিয়ে। টিম ইন্ডিয়ার হয়ে তিনি সর্বাধিক রান, সর্বাধিক অর্ধ শতরান, এক ইনিংসে সবচেয়ে বেশি রান এবং সবার থেকে বেশি চার-ছক্কা হাঁকিয়েছিলেন।
advertisement
4/6
২০২৪ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা ২৫৭ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৬.৭০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সেবার তিনটে হাফসেঞ্চুরি করেন তিনি। ২৪টি চার এবং ১৫টি ছক্কা হাঁকিয়েছিলেন।
advertisement
5/6
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের খেতাব জিতেছিল ভারতীয় দল। ১৩ বছর পর আবার আইসিসি ট্রফি জেতে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে। ভারতীয় ক্রিকেট দলের চতুর্থ অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফি জয় করেন রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপের পর রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জিতেছে ভারত।
advertisement
6/6
যদিও এক বছর আগে আজকের দিনে ফাইনাল ম্যাচে রান পাননি রোহিত শর্মা। সেই দিনটা ছিল বিরাট কোহলির। রোহিত সেদিন করেন ৫ বলে ৯ রান। বিরাট কোহলি ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup Anniversary: ২৯ জুন, গত বছর আজকের দিনে কী হয়েছিল মনে আছে? ভারতীয় ক্রিকেটে বিরাট ঘটনা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল