Nadia News: ধুতি-পাঞ্জাবি পরে হাজির ‘জামাইরাজা’...! দেখতে ছুটে এলেন দূর-দূরান্তের মানুষ, নবদ্বীপে হলটা কী?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গদেবকে পূজিত করা হয় ‘জামাই’ রূপে বহুদূরান্ত থেকে ভক্তরা আসেন ভগবানের দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে।
advertisement
1/5

নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গদেবকে পূজিত করা হয় ‘জামাই’ রূপে বহুদূরান্ত থেকে ভক্তরা আসেন ভগবানের দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে। শ্রী চৈতন্য ভূমি তথা মন্দির নগরী নবদ্বীপে আবির্ভাব হন চৈতন্য মহাপ্রভু আজ থেকে ৫০০ বছরেরও বেশি সময়ের আগে। সারা বছর ধরেই মহাপ্রভুর কোনও না কোনও অনুষ্ঠান লেগেই থাকে নবদ্বীপ ধামে। ঠিক তেমনই মহাপ্রভুর স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী সেই পরিবারের সদস্যরাই আজও জামাইয়ের রূপে পুজো করে আসছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর।
advertisement
2/5
বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাতা হিসেবে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে সকাল থেকেই ধর্মীয় আচার মেনে নতুন ধুতি-পাঞ্জাবিতে সাজিয়ে, গলায় ফুলের মালা ও সুগন্ধি দিয়ে বরণ করা হয়। এই দিনে বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা নবদ্বীপে এসে মন্দিরে ভিড় করেন মহাপ্রভুর এই ব্যতিক্রমী রূপ দর্শনের জন্য।
advertisement
3/5
সেবাইত রূপ গোস্বামীর কথায়, বছরে একমাত্র এই দিনেই ভক্তরা মহাপ্রভুকে আশীর্বাদ করতে পারেন জামাই হিসেবে। কলকাতা থেকে আগত শ্রীমতি দাস বলেন,'এই বিশেষ পুজোর কথা শুনেই এসেছি এখানে পুজো দিতে।' মন্দিরের সেবাকার্যে নিযুক্ত কাকলি সাহা বলেন, প্রতিবছরই এই দিনে জামাই রূপে পুজিত হন আরাধ্য দেবতা ধামেশ্বর মহাপ্রভু।
advertisement
4/5
এদিন সকাল থেকেই শুরু হয়েছে সেই বিশেষ পুজো। প্রতি বছরের মতো এবারও মহাপ্রভুর জন্য প্রস্তুত করা হয়েছে পঞ্চব্যাঞ্জন-সহ নানা পদ: শাক, থোড়, মোচা, শুক্তো, ডাল, ছানার ধোঁকা, পনির ডালনা ও জামাই ষষ্ঠী স্পেশ্যাল আম-দই-ক্ষীর।
advertisement
5/5
অনেকেই তালপাতার পাখা ও সাজা পান সহকারে আসেন মঙ্গল কামনায় পুজো দিতে। এই রীতি কয়েকশো বছর ধরে চলমান এবং নবদ্বীপবাসীর কাছে এই দিনটি হয়ে ওঠে মহাপ্রভুকে ‘জামাইরাজা’ হিসেবে বরণ করার এক উৎসবমুখর দিন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: ধুতি-পাঞ্জাবি পরে হাজির ‘জামাইরাজা’...! দেখতে ছুটে এলেন দূর-দূরান্তের মানুষ, নবদ্বীপে হলটা কী?