West Bengal Weather Update: আজ বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জেলায়, গরমও ক্রমশ বাড়বে, পয়লা বৈশাখের দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং গরম ক্রমশ বাড়বে। আগামী চার দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
1/6

নববর্ষের প্রথম দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় কাটবে সারাদিন। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কম দুই বঙ্গেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আজ, শুক্রবার নীল ষষ্ঠীর দিনে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কয়েক জেলায়।
advertisement
3/6
বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং গরম ক্রমশ বাড়বে। চারদিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
4/6
আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বীরভূম ও মুর্শিদাবাদে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
advertisement
5/6
কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ আংশিক মেঘলা আকাশ। আজ নীল ষষ্ঠীর দিনে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী ৪৮ ঘণ্টায় বেলা বাড়লে গরম বাড়বে সঙ্গে বাড়বে অস্বস্তিও। রবিবার নববর্ষের প্রথম দিনে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতায়।
advertisement
6/6
কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: আজ বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জেলায়, গরমও ক্রমশ বাড়বে, পয়লা বৈশাখের দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন